সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০১:৩২ পূর্বাহ্ন

দৌলতপুরের আড়িয়া ইউনিয়নে উন্নয়ন কাজে অনিয়ম

রাকিব হাসান / ৯৯ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: সোমবার, ১৮ জুলাই, ২০২২, ৭:৫২ অপরাহ্ন

দৌলতপুরের আড়িয়া ইউনিয়নে উন্নয়ন কাজে অনিয়ম বরাদ্দকৃত অর্থের হিসাব চেয়ারম্যান না দেওয়ায় মেম্বারদের মাঝে হাতাহাতি।

এমনটাই ঘটনা ঘটেছে উপজেলার ১৪ নং আড়িয়া ইউনিয়নে, ২০২১- ২০২২ অর্থ বছরের গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ ও উন্নয়ন কাজে চেয়ারম্যান হেলান উদ্দিন যে অনিয়ম করেছে এটা তারি বহিঃপ্রকাশ বলেও মনে করছেন ইউনিয়নের সাধারণ  জনগণ।

বিগত দিনের বরাদ্দকৃত অর্থের হিসাব ও কাজের হিসাব চেয়ারম্যান না দেয়ায় চেয়ারম্যান সামর্থ্যিত মেম্বার ও হিসাব চাওয়া মেম্বারদের মাঝে এ হাতাহাতির ঘটনা ঘটে।

সরকারি বরাদ্দকৃত অর্থের অসম বণ্টন ও হিসাব না দেয়ায় মেম্বারদের মাঝে এই হাতাহাতি হয়েছে বলে জানান ইউনিয়ন পরিষদ এলাকায় বসবাসরত সাধারণ জনগন।

হাতাহাতির সময় চেয়ারম্যান সামর্থ্যিত ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মেম্বার আসাদুল আঘাত প্রাপ্ত হয়ে কিঞ্চিৎ পরিমাণ আহত হয়েছে বলে জানাগেছে।

এ বিষয়ে চেয়ারম্যান সামর্থিত  আহত মেম্বার আসাদুল জানান, আজ গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ এর উন্নয়নের কাজের বরাদ্দকৃত অর্থের হিসাব নিয়ে চেয়ারম্যান সহ সকল মেম্বারদের বসার কথা ছিল।

এম পি সাহেবের একটা প্রোগ্রাম থাকার কারণে চেয়ারম্যান উপস্থিত হতে না পারায় হঠাৎ করে মেম্বার সাদ আহমেদ আদর কিছু বুঝে উঠার আগেই আমার ওপর হামলা চালায়। আমি বিষয়টি তদন্ত করে সঠিক বিচার দাবি করছি।

প্রক্ষান্তরে মেম্বার সাদ আহমেদ আদর জানান,২০২১- ২০২২ অর্থ বছরের গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ উন্নয়নের কাজ, টিয়ার, কাবিখা, কাবিটা,৪০ দিনের কাজের অনেক অনিয়ম লক্ষ্য করি আমারা কয়েকজন মেম্বার । আমি সহ পরিষদের আরো ৬ জন মেম্বার এ ব্যাপার প্রতিবাদ করে সরকারি বরাদ্দকৃত অর্থের হিসাব চাইলে চেয়ারম্যান হেলাল উদ্দিন বিভিন্ন তালবাহানা করে কালক্ষেপণ করে চলেছে।

উন্নয়ন কাজের শতভাগ কাজ না করে দুর্নীতির মাধ্যমে অর্থ উত্তোলন করে মেম্বার আসাদুল ও চেয়ারম্যান টাকা আত্মসাৎ করার চেষ্টা করছে।

গতকাল রবিবার হিসাব নিকাশের জন্য বসার কথা থাকলেও সারা দিন আমাদের সকল মেম্বারদের কে ইউনিয়ন পরিষদে অপেক্ষা করিয়ে রাখেন চেয়ারম্যান হেলাল।

দুপুর গড়িয়ে বিকেল হতে চললেও পূর্বের ন্যায় চেয়ারম্যান উপস্থিত না হয়ে মেম্বার আসাদুল কে পাঠায়। আসাদুল ইউনিয়ন পরিষদে উপস্থিত হয়ে আমাদের গালাগালি শুরু করে। আমরা প্রতিবাদ করলে আমাদের উপর হামলা চালায়।

এ বিষয়ে চেয়ারম্যান হেলাল উদ্দিন জানান, বরাদ্দের কোন টাকা আত্মসাৎ এর বিষয় নিয়ে বা হিসাব নিয়ে মারামারি হয়নি।পরবর্তী উন্নয়নের কাজ জোর করে তারা করবে বলে দাবি করে আসছে। কিন্তু নিয়মের বাহিরে কোন কাজ হবেনা বলায় পরিষদের ভিতরে একজন মেম্বার আরেক জন মেম্বারের উপর হামলা করে যা অত্যন্ত দুঃখজনক তাই ঘটনাটি সঠিক তদন্ত করে বিচার দাবি করছি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর