সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০১:১৮ পূর্বাহ্ন

দৌলতপুরের সাবেক সংসদ সদস্য আফাজ উদ্দিন আহমেদের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত

রাকিব হাসান / ১০৮ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: সোমবার, ১৮ জুলাই, ২০২২, ৭:২৩ অপরাহ্ন

প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিনম্র শ্রদ্ধাভরে স্মরণ করা হলো ৭৫ কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি, বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা  ও দৌলতপুর উপজেলা আওয়ামিলীগের প্রাণ পুরুষ,কঠিন সময়ে আওয়ামীলীগ নেতা কর্মীদের এক মাত্র আশ্রয়স্থল জননেতা  আফাজ উদ্দিন আহমেদকে।
আওয়ামী লীগের এই বর্ষীয়ান রাজনীতিবিদের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে দৌলতপুরে বিভিন্ন কর্মসূচি পালন করেছেন উপজেলা আ’লীগের নেত্রীবৃন্দ সহ অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।
কর্মসূচির মধ্যে উল্লেখযোগ্য ছিল কবরস্থানে প্রয়াত নেতা আফাজ উদ্দিন আহমেদের কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন, স্মরণসভা এবং মিলাদ ও বিশেষ দোয়া মাহফিল।
অনুষ্ঠানে দলীয় নেতাকর্মী ও পরিবারের সদস্য, রাজনৈতিক সহকর্মী গুণগ্রাহীরা অংশগ্রহন করে।
পরে বিকেল ৫টায় উপজেলা আ’লীগের আয়োজনে দৌলতপুর উপজেলা অডিটোরিয়ামে উপজেলা আ’লীগের সভাপতি এ্যাড. আঃকাঃমঃ সরওয়ার জাহান বাদশাহ্ এমপির সভাপতিত্বে প্রয়াত নেতা আফাজ উদ্দিন আহমেদের বিস্তার জীবনী নিয়ে আলোচনা সভা শেষে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
এসময় সেখানে বক্তব্য রাখেন,উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এ্যাড. শরীফ উদ্দিন রিমন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. এজাজ আহমেদ মামুন বিশ্বাস,  জেলা আ’লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাসানুর আসকার হাসু, উপজেলা আ’লীগের সহ-সভাপতি মো.টিপু নেওয়াজ,সহ-সভাপতি আব্দুর রশিদ বাবলু, সহ-সভাপতি ডি.এম সাইফুল ইসলাম শেলী দেওয়ান,যুগ্ন সাধারণ সম্পাদক সরদার তৌহিদুল ইসলাম তৌহিদ, সাংগঠনিক সম্পাদক ছাদিকুজ্জান খান সুমন,সরদার আতিয়ার রহমান আতিক প্রমুখ।
পরিশেষে আফাজ উদ্দিন আহমেদের বিদেহী আত্মার প্রতি মাগফেরাত কামনা করে দোয়া  অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর