শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৫:৩৩ পূর্বাহ্ন

কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের নেতৃত্বে বাচ্চু ও অপু!

নিজস্ব প্রতিবেদক / ১০৮ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: রবিবার, ১৭ জুলাই, ২০২২, ৫:৪০ অপরাহ্ন

কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়ন ২০২২ এর নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। নব নির্বাচিত কমিটিতে সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চু ও শামিম উল হাসান অপু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

এ নির্বাচনে ৯ টি পদের মধ্যে ৮টি পদের প্রত্যেকটি পদের বিপরীত প্রতিদ্বন্দ্বী না থাকায় বিনা ভোটে নির্বাচিত হয়েছেন সহ সভাপতি লুৎফর রহমান কুমার, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ জিহাদ, সাংগাঠনিক সম্পাদক নূরুন্নবী বাবু, কোষাধ্যক্ষ এনামুল হক, প্রচার সম্পাদক খালিদ হাসান সিপাই, দপ্তর সম্পাদক এস. এম মাহফুজ-উর রহমান ও নির্বাহী সদস্য হায়দার আলী।

সাধারণ সম্পাদক পদে শামিম উল হাসান অপু ও নজরুল ইসলাম মুকুল মনোনয়নপত্র উত্তোলন করেন। শেষ পর্যন্ত গত ১৫ জুলাই প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে নজরুল ইসলাম মুকুল তার প্রার্থিতা প্রত্যাহার করে নিলে সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত ফলাফল ঘোষণা করা হয়।

এ নির্বাচনী ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার শেহাব উদ্দীন আহম্মেদ এসময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়ন নির্বাচন ২০২২ এর নির্বাচন কমিশন সদস্য দৈনিক সূত্রপাতের সম্পাদক মো. মোকাদ্দেস হোসেন ও দৈনিক কুষ্টিয়ার দর্পনের স্টাফ রিপোর্টার মো. আসলাম আলীসহ কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়ন সদস্যগণ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত: এর আগে গত ৩০ জুন কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়ন নির্বাচন ২০২২ এর তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। আগামী ৩১ জুলাই নির্বাচনের তারিখ নির্ধারণ করে এবং কুষ্টিয়া প্রেসক্লাবকে নির্বাচনী কেন্দ্র হিসেবে নির্ধারণ করে কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়ন নির্বাচন ২০২২ এর চূড়ান্ত তফশিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশনার অধ্যাপক শেহাব উদ্দীন আহম্মেদ গত ৩০ জুন কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়ন নির্বাচনের বিস্তারিত তথ্য তুলে ধরেন। আসন্ন নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রকাশের তারিখ ২ জুলাই ২০২২ তারিখ সকাল ১০টায় কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে। একই কার্যালয়ে আপত্তি দাখিল ও শুনানী ৩ জুলাই বিকাল ৪ টায়। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৪ জুলাই সকাল ১০টায় কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে। একই কার্যালয়ে মনোনয়নপত্র বিক্রি ৫ জুলাই থেকে ৬ জুলাই সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যান্ত সময় নির্ধারণ করা হয়েছে। কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে মনোনয়নপত্র জমার তারিখ ৭ জুলাই সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। একই কার্যালয়ে মনোনয়ন বাছাইয়ের তারিখ ১৩ জুলাই সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। প্রার্থীতা প্রত্যাহারের তারিখ ১৫ জুলাই সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। আগামী ১৬ জুলাই সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে প্রতীক বরাদ্দের সময় নির্ধারণ করে আগামী ৩১ জুলাই নির্বাচনের তারিখ নির্ধারণ করে কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়ন নির্বাচন ২০২২ এর চূড়ান্ত তফশিল ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর