রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০২:৪৯ পূর্বাহ্ন

ঐতিহ্যবাহী রিফাইতপুর মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য নির্বাচনে বিজয়ী পান্না প্যানেল

প্রতিবেদক / ৮১ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: রবিবার, ১৭ জুলাই, ২০২২, ৪:৪৭ অপরাহ্ন

কুষ্টিয়া দৌলতপুর উপজেলার রিফাইতপুর ইউনিয়নের রিফাইতপুর মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য নির্বাচনে বিজয়ী হয়েছে এ্যাডঃ ফারুক আলম পান্নার প্যানেলের সকল সদস্য।

রোববার সাকাল ১০.০০ টা থেকে শুরু হয় বিদ্যালয়ে পড়ুয়া ছাত্র ছাত্রী অভিভাবকদের ভোট গ্রহণ, তা সুষ্ঠু ও শান্তিপূর্ন ভাবে চলে বিকাল ৪.০০ পর্যন্ত।

বিকাল ৪.০০ টার পর ভোট গণনা শেষে সকল প্রার্থী ও ভোটারদের উপস্থিতিতে বিজয়ীদের নাম ও ফলাফল ঘোষনা করেন,দৌলতপুর উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোজ্জামেল হক।

বিদ্যালয়টির মোট ভোটার ৬৪১ এর মধ্যে ৪৬০ ভোট পোল হয়েছে এবং বাতিল হয় ২০ ভোট।

পান্নার প্যানেল থেকে মালেক ৩৮৭ ভোট পেয়ে প্রথম, আফসার আলী ৩৮১ ভোট পেয়ে দ্বিতীয় , মশিউর রহমান ৩৩৭ ভোট পেয়ে তৃতীয়, ও টুটুল ইসলাম ৩৩১ ভোট পেয়ে চতুর্থ নির্বাচিত হয়েছেন। ও বিনা প্রতিদ্বন্তীতায় সংরক্ষিত মহিলা সদস্য নির্বাচিত হয়েছেন লায়লা রহমান।

এ বিষয়ে দ্বায়িত্বরত প্রিজাইডিং অফিসার ও উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোজ্জামেল হক জানান, সকাল ১০ থেকে ভোট গ্রহন শুরু হয়ে শান্তি পূর্ণ ভাবে ৪ টা প্রর্যন্ত ভোট গ্রহন চলে এতে সর্বোচ্চ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন ফারুক আলম পান্না প্যানেল।

ফারুক আলম পান্না জানান,আমি রিফাইতপুর মাধ্যমিক বিদ্যালয়ের ২০১৯ সাল থেকে ২০২১ পর্যন্ত সভাপতি ছিলাম সেই সময় আমি বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নের জন্য অনেক কাজ করেছি তাই অভিভাবকরা আমাকে আবার ভোট দিয়েছে। আমি বিদ্যালয় ও শিক্ষার মান উন্নয়নের জন্য সকলকে নিয়ে এক সাথে কাজ করবো।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর