শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৫:৫৭ পূর্বাহ্ন

সাংবাদিক রুবেল হত্যা খোকসায় মানববন্ধন বিক্ষোভ 

নিজস্ব প্রতিবেদন / ১০০ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: শুক্রবার, ৮ জুলাই, ২০২২, ৭:২৩ পূর্বাহ্ন

সাংবাদিক রুবেল হত্যার প্রতিবাদে কুষ্টিয়ার খোকসা উপজেলা সর্বস্তরের সাংবাদিকদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল ১১টায় খোকসা বাসস্ট্যান্ড চত্বরে সর্বস্তরের সাংবাদিকদের ব্যানারে নিহত সাংবাদিক আমাদের (নতুন) সময় পত্রিকা কুষ্টিয়া জেলা প্রতিনিধি ও দৈনিক কুষ্টিয়ার খবর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক হাসিবুর রহমান রুবেল হত্যার প্রতিবাদে এবং হত্যার কারিদের দৃষ্টান্ত মুলক শাস্ত্রির দাবিতে সাংবাদিক মুন্সী লিটন এর আহ্বানে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলার সর্বস্তরের সাংবাদিকদের আয়োজনে মুন্সী লিটন এর আহব্বানে ও সাংবাদিক শেখ সাইদুল ইসলাম প্রবীন এর সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সাংবাদিক ফিরোজ হোসেন, এস.মিলন, হুমায়ুন কবির, পুলক সরকার, ও সাহাবুব আলম চঞ্চল প্রমুখ।

প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন তমা মুন্সী, সাংবাদিক ফিরোজ হোসেন, সাংবাদিক এস.মিলন, হুমায়ুন কবির, সুমন কুমার মন্ডল, রঞ্জন ভৌমিক, সাহাবুব আলম চঞ্চল,পূলক সরকার,বাদশা খান, রুহুল আমিন পিয়াস, মমিন হোসেন ডালিম, আনিসুর রহমান, মনোজিত মন্ডল,নাহিদুজ্জামান শয়ন, নাজমুল হোসেন, আশরাফুল ইসলাম, নুর আলম , বকুল, শুভ, স্বজল রায়, নবাজ্জেল হোসেন নোবান সহ খোকসা উপজেলায় কর্মরত সকল সাংবাদিকগণ।

প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে বক্তাগণ কুষ্টিয়ার সকল সাংবাদিকদের সাথে একাত্মতা প্রকাশ করে রুবেল হত্যার সুষ্ঠু তদন্ত ও অপরাধীদের শনাক্ত করে বিচারের কাঠগড়ায় এনে সর্বোচ্চ সাজা ফাঁসির রায় কার্যকরের দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর