শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০১:৩২ অপরাহ্ন

সাংবাদিক রুবেল হত্যায় দৌলতপুরে মানববন্ধনে কড়া কর্মসূচীর হুশিয়ারি

কুষ্টিয়ার সময় প্রতিবেদক / ১২৩ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: শুক্রবার, ৮ জুলাই, ২০২২, ৭:০৬ পূর্বাহ্ন

কুষ্টিয়া সাংবাদিক রুবেল নিখোঁজের পাঁচ দিন পর লাশ উদ্ধারের ঘটনায় দৌলতপুরে সাংবাদিকদের প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। অবিলম্বে ঘটনা তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন কর্মসূচিতে অংশ নেয়া সাংবাদিকেরা।

নিহত হাসিবুর রহমান রুবেল (৩১) গেল ৩ জুলাই কুষ্টিয়া শহরের সিংগার মোড়ে নিজ কার্যালয় থেকে বেরিয়ে নিখোঁজ হোন। পরে ৭ জুলাই বৃহস্পতিবার দুপুরে কুমারখালি উপজেলার গড়াই নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।

এঘটনায় জেলা জুড়ে সকল সাংবাদিকেরা উদ্বেগ প্রকাশ করে নানা কর্মসূচি পালন করছেন। শুক্রবার সকালে দৌলতপুর রিপোর্টার্স ক্লাবের আহ্বানে প্রতিবাদী মানববন্ধনে অংশ নেন রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দসহ দৌলতপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, এটিএন নিউজের কুষ্টিয়া জেলা প্রতিনিধি শরীফুল ইসলাম, নিউজ ব্রডকাস্টার্স অ্যালায়েন্স সোসাইটি অব বাংলাদেশ এনবিএ’র আজীবন সদস্য, কুষ্টিয়া সাংবাদিক ফোরাম ঢাকার অন্যতম সদস্য, দৌলতপুর সাংবাদিক ফোরাম কুষ্টিয়া’র আহ্বায়ক, মাছরাঙা টেলিভিশনের কুষ্টিয়া জেলা প্রতিনিধি তাশরিক সঞ্চয়, দৌলতপুর প্রেস ক্লাবের অন্যতম নেতা দৈনিক জনকণ্ঠ পত্রিকার দৌলতপুর উপজেলা প্রতিনিধি সাইদুল আনাম, দৌলতপুর সাংবাদিক ফোরামের আহ্বায়, দৈনিক আজকের পত্রিকার দৌলতপুর উপজেলা প্রতিনিধি তামিম আদনান।

দৌলতপুর রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক,দৈনিক সময়ের কাগজের দৌলতপুর প্রতিনিধি রনি আহমেদের সঞ্চালনায়, সভাপতি মোহনা টেলিভিশন ও দৈনিক যুগান্তরের দৌলতপুর উপজেলা প্রতিনিধি মানজারুল ইসলাম খোকনের সমাপনী বক্তব্যে শেষ হয় মানববন্ধন। এতে উপজেলার সর্বস্তরের সাংবাদিকেরা অংশ নেন।

এঘটনায় এখনও পর্যন্ত কাউকে আইনের আওতায় আনতে পারেনি পুলিশ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর