শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৭:১৫ পূর্বাহ্ন

দুধের জন্য কান্না থামাবে কে খোকসার নিহত ইমরানের শিশুবাচ্চার!

মিলন খান, খোকসা / ১১৫ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২, ৩:৫১ অপরাহ্ন

সংসারের একমাত্র উপার্জনকারী ট্রাকচাপায় নিহত কুষ্টিয়ার খোকসার ভ্যানচালক ইমরান হোসেন (২৫) এর পরিবার মানবেতর জীবনযাপন করছে। ইমরানের শিশুবাচ্চার দুধ কেনার টাকাও নাই! তারউপর ঘরে আছে অসুস্থ বৃদ্ধ মা-বাবা, ছোট বোন।

ঘাতক ট্রাকের চাপায় পরিবারের স্বপ্ন একমাত্র উপার্জনকারী নিহত হওয়ায় পরিবারটি অসহায় হয়ে পড়েছে। এদিকে তিনবছর আগে ওসমানপুর ইউনিয়নের রায়পুর গ্রামের ওহাব শেখের মেয়ে সোনিয়া খাতুনের সাথে বিয়ে হয় ইমরানের। তাদের ঘরে রয়েছে নয় মাস বয়সী একটি সন্তান।

জানা গেছে, নিহত ইমরানের একার উপার্জনেই চলতো সংসার। একমাত্র উপার্জনক্ষম সন্তানকে হারিয়ে দিশেহারা বৃদ্ধ বাবা-মা।

বৃহস্পতিবারও থামেনি নিহত ইমরানের বাড়ির কান্না। এ কান্না কবে থামবে সেটি একমাত্র সৃষ্টিকর্তাই জানেন। নিহতের পরিবার ও প্রতিবেশি ইমরানের পরিবারের পাশে দাঁড়ানোর আকুতি জানিয়েছেন।

মানবিক এই বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিপন বিশ্বাস বলেন, সমাজসেবা অধিদপ্তর থেকে নিহতের স্ত্রীকে বিধবা কার্ড দেয়া হবে। পাশাপাশি অসুস্থ বাবাকে চিকিৎসা সেবাসহ ওই পরিবারের আর্থিক সহযোগিতাও দেয়া হবে।

এ ছাড়াও নিহতের পরিবারকে অনান্য সুবিধা দেয়ার আশ্বাসও দেন উপজেলা প্রশাসনের এই শীর্ষ কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর