কুষ্টিয়া খোকসা ইউনিয়ন (২০২২-২০২৩)এর বাজেট ঘোষণা করলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক।
মঙ্গলবার (৩০ মে) সকালে ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ে (২০২২-২০২৩) অর্থবছরের উন্মুক্ত বাজেট আলোচনা অনুষ্ঠিত হয়।
২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ৫৭ লক্ষ টাকা ১১ হাজার ৩৬৩ টাকা পেশ করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুল মালেক।
করোনা মহামারীর কারনে নতুন করারোপ ছাড়াই ১হাজার ৯ শত হোল্ডার ধারিদের জন্য ৪ লক্ষ ৯৮ হাজার ৫৬২ টাকার রাজস্ব সহ মোট ৯ লক্ষ ৮৮ হাজার ৫৬২ টাকা প্রস্তাব করা হয়েছে। এ ছাড়াও উন্নয়ন বাজেট ৪৭ লক্ষ ২২ হাজার ৮০১ টাকা।
যাহা সর্বমোট ৫৭ লক্ষ ১১ হাজার ৩৬৩ টাকার প্রস্তাব করা হয়েছে।প্রস্তাবিত বাজেটের সমপরিমান ব্যায় রেখে কোন উদ্বৃত্ত না রেখেই ৫৭ লক্ষ ১১ হাজার ৩৬৩ টাকা সম্পূরক বাজেট পেশ করেন।বাজেট আলোচনায় এলাকাবাসীর পক্ষে সেলিম হোসেন, আব্দুর রশিদ, ৪ নং ওয়াডের সদস্য মো শফিউল আলম ও মহিলা সদস্য নাইমা সুলতানা লিনা বক্তব্য রাখেন।বক্তারা স্থায়ী ইউনিয়ন পরিষদ ভবন নির্মানে সকলকে ঐক্যবদ্ধ হয়ে আধুনিক ইউনিয়ন পরিষদ গড়ার প্রত্যয় ব্যাক্ত করেন।