রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৪:৫০ পূর্বাহ্ন

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক / ১৪৫ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: বৃহস্পতিবার, ১২ মে, ২০২২, ৬:৪৭ অপরাহ্ন

গত ১০ই মে ২০২২ ইং, তারিখে কুষ্টিয়ার আঞ্চলিক পত্রিকা দৈনিক স্বর্ণযুুগ পত্রিকায় প্রকাশিত দুদক কর্মকর্তাদের টাকা দেওয়ার নাম করে ৮৭টি প্রাথমিক বিদ্যালয় থেকে ২৫০০ টাকা করে আত্মসাৎ এর অভিযোগ শিরোনামে যে সংবাদ প্রকাশিত হয়েছে তার সাথে আমার কোন সম্পৃক্তা নেই । একটি মহল আমার ভাবমুর্তী নস্ট করার জন্য আমাকে হেয় প্রতিপন্ন ও মর্যাদা ক্ষুন্ন করার জন্য প্রায়ই পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করে থাকে যা দু:খজনক।

মোঃ আবু হানিফ ২০১৬ সালে খোকসা জানিপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করেন। যোগদানের পর থেকে দৃষ্টিনন্দন,আকর্ষনীয় সুন্দর মনোরম পরিবেশ তৈরী করে সুনাম অর্জন করেন। প্রকাশিত নিউজের প্রতিবাদে তিনি উল্লেখ করেন, আমার নামে বেনামে যে সমস্ত সম্পদের কথা পত্রিকাতে উল্লেখ করা হয়েছে তার কোন সত্যতা নেই এবং আমার স্ত্রী, সন্তানদের নামে ১৫টি ডিপিএস এর কথা বলা হয়েছে সেটাও ভিত্তিহীন। খোকসা পৌরসভার মধ্যে আমার কয়েকটি বাড়ির কথা উল্লেখ করে কোটি কোটি টাকা ব্যাংক একাউন্টে জমা আছে উল্লেখ করে পত্রিকায় প্রকাশ করা হয়েছে যাহা ভিত্তিহীন ও বানোয়াট।

আমার বিদ্যালয়টি ২০১৮ সালে খুলনা বিভাগের মধ্যে শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসেবে স্বীকৃতিলাভ করে। এছাড়া ২৩শে জুন, ২০১৯ সালে আন্তর্জাতিক পাবলিক সার্ভিস দিবসে প্রাথমিক শিক্ষায় গুনগত মান উন্নয়নে বিশেষ ভূমিকা রাখার কারনে জেলা প্রশাসক মহোদয় কর্তৃক কুষ্টিয়া জেলার মধ্যে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত করেন।
একটি বিশেষ মহল আমার ভালো কাজের প্রতি ঈর্ষানিত হয়ে ভূল তথ্য প্রদান সহ মিথ্যা ও মনগড়া একটি সংবাদ পত্রিকায় ছাপাতে উদ্বুদ্ধ করে। এটি একটি ব্যক্তি আক্রোশমূলক সংবাদ। আমার প্রতিষ্ঠানের এবং আমার ব্যক্তি চরিত্রে কালিমা লেপন করা তাদের একমাত্র উদ্দেশ্যে।
আমার বিরুদ্ধে পত্রিকায় আনীত সকল অভিযোগ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন বলে সংবাদটির বিরুদ্ধে জোড় প্রতিবাদ জানাচ্ছি।

মোঃ আবু হানিফ
প্রধান শিক্ষক,
খোকসা জানিপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর