শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০১:১৮ অপরাহ্ন

খোকসায় স্বেচ্ছাসেবী সংগঠন আর্ন এন্ড লিভের উদ্যোগে মাংশ বিতরণ

মমিন হোসেন ডালিম / ৯৪ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: সোমবার, ২ মে, ২০২২, ৭:৩৩ পূর্বাহ্ন

 

পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে কুষ্টিয়ার খোকসায় স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন আর্ন এন্ড লিভের উদ্দ্যোগে খোকসা পৌরসভার ২নং ওয়ার্ড সহ ৪,৫,৬,৭,৮ নং ওয়ার্ড এর মোট ২৫ টি দরিদ্র পরিবারের মাঝে ১ কেজি করে খাসীর মাংস বিতরন করা হয়।

পবিত্র মাহে রমজানের শুরুতেই দেশব্যাপি সংগঠনের বিশেষ প্রজেক্ট রামাদান ফুডপ্যাক বিতরনের মধ্য দিয়ে সমাজের পিছিয়ে পড়া মানুষের মুখে হাসি ফোটানোর লক্ষ্যে খাদ্য সামগ্রী, ঈদ বাজার, নগদ অর্থ বিতরন সহ নানা কার্যক্রমের মধ্যে দিয়ে অসহায়, দরিদ্র, ও প্রতিবন্ধি পরিবারগুলোর সহযোগিতা করে আসছে। সেই ধারাবাহিকতায় খোকসায় ২৫ টি দরিদ্র পরিবারের মাঝে মাংস বিতরন করা হয়।

আর্ন এন্ড লিভের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ফরিদা ইয়াসমীন জেসীর পরিচালনায়, বিতরন কার্যক্রম বাস্তবায়ন করেন কুষ্টিয়া জেলা টীমের সদস্য ও খোকসা উপজেলা প্রতিনিধি, মমিন হোসেন ডালিম। রবিবার সকাল ১১ টায় ৫নং ওয়ার্ড থেকে বিতরন কার্যক্রম শুরু হয়। পরে পৌরসভার অন্যান্য ওয়ার্ডগুলোতে বাড়ি বাড়ি গিয়ে সংগঠনের সদস্যরা মাংস বিতরন করেন। আর এই বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন, পৌরসভার ৫ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ সেলিম হুসাইন। এ সময় তিনি আর্ন এন্ড লিভের এমন উদ্দ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, সামাজিক এই সংগঠনটি ইতিমধ্যে খোকসাতে টিউবওয়েল স্থাপন এবং দরিদ্র মানুষের মাঝে নগদ অর্থ বিতরন সহ বিভিন্ন সেবামূলক কাজ করে যাচ্ছে। এ সময় তিনি সংগঠনের চেয়ারপার্সন ফরিদা ইয়াসমিন জেসীর প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন এই মহতি কার্যক্রম পরিচালনা করার জন্য।

খোকসায় আর্ন এন্ড লিভের কার্যক্রম শরু করা প্রসঙ্গে, সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বলেন, আমরা ২০১৫ সাল থেকে প্রতিবন্ধী ও দেশের দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সংগঠনের বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে সহায়তা করে যাচ্ছি তারা যেন একটু ভালো থাকতে পারে একটু ভাল খেতে পারে। সেই ধারাবাহিকতায় খোকসাতে আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। এ সময় তিনি মাংশ বিতরন কার্যক্রমে অংশ গ্রহন করে সার্বিকভাবে সহযোগীতা করার জন্য, মোঃ সাজ্জাদ হোসেন আজমল, মোস্তাফিজুর রহমান মুস্তাক, আরমান, রাব্বি, এবং আর্ন এন্ড লিভের খোকসা উপজেলা শাখার সদস্য শরীফ মাহমুদ, মনোয়ার হোসেন ও খোকসা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাবুব আলম চঞ্চল এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর