জনপ্রিয় কন্ঠ শিল্পী মনির খানের স্বেচ্ছাসেবী সংগঠন ‘মনির খান সংঘ’ এর পক্ষ থেকে কুষ্টিয়াতে পথের ধারের স্বজনদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। রোববার বিকেলে সৈয়দ মাসুদ রুমী সেতুর উপর এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
‘মনির খান সংঘ’ কেন্দ্রীয় কমিটির আয়োজনে
কেন্দ্রীয় কমিটির সভাপতি সোহাগ মাহমুদ খানের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা কমিটির সভাপতি ইকরামুল হাসান, কুমারখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহমুদ শরীফ, কুমারখালী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাশেদ আলম, সাংবাদিক মাসুদ রানা, রিগান, আজিদসহ’ সংঘের কেন্দ্রীয় ও কুষ্টিয়া জেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সেসময় শতাধিক মানুষের মাঝে এই উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।বিতরন শেষে সততা চাইনিজ এন্ড রেষ্টুরেন্টে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।