রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ০৫:৪০ পূর্বাহ্ন

আচার-আচরণে মানবিক হতে ইসলামী শিক্ষা জরুরি: প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক / ১৬৮ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: রবিবার, ২৪ এপ্রিল, ২০২২, ৭:০৫ পূর্বাহ্ন

ইসলামের শিক্ষায় দীক্ষা লাভ করে আচার-আচরণে মানবিক হওয়ার পরামর্শ দিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। শনিবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর অফিসার্স ক্লাবে কুষ্টিয়া সমিতির ইফতার মাহফিলের আলোচনায় এ কথা বলেন তিনি।

ঢাকায় কুষ্টিয়ার সবচেয়ে বড় সংগঠন কুষ্টিয়া জেলা সমিতির সভাপতি এম এ ছালামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোকসা কৃতী সন্তান প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

প্রধান বিচারপতি বলেন, কোনো মানুষকে ছোট করে দেখার অবকাশ নাই। এটা আমাদের প্রিয় নবী হযরত মুহম্মদ (স.) এর আদর্শ। প্রিয় নবীর আদর্শ মেনে আমাদেরকে ইসলামের শিক্ষায় দিক্ষীত হতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মো. রশিদুল আলম, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, তথ্য ও সম্প্রচার সচিব মকবুল হোসেন, সচিব আখতার হোসেন, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, কুষ্টিয়া সমিতির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, সাবেক মহাসচিব আব্দুর রউফ।

এছাড়াও বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক সিরাজুল ইসলাম, সমিতির সাংগঠনিক সচিব রেজওয়ানুল ইসলাম রিজু, আপ্যায়ন কমিটির আহ্বায়ক আনোয়ার হোসেনসহ ঢাকায় বসবাসরত কুষ্টিয়ার বিভিন্ন পর্যায়ের উচ্চপদস্থ কর্মকর্তা, সচিব, গণমাধ্যম ব্যক্তিত্ব এবং কুষ্টিয়া জেলা সমিতির সর্বস্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর