রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০২:০৮ অপরাহ্ন

বাগুলাট ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে সভাপতি সরোয়ার সম্পাদক আলী

এনামুল হক ইমন, কুমারখালী / ১৩২ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: শুক্রবার, ২২ এপ্রিল, ২০২২, ২:১৮ অপরাহ্ন

কুষ্টিয়ার কুমারখালীতে বাগুলাট ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে বাগুলাট ইউনিয়ন বিএনপির কার্যালয়ে দ্বি-বার্ষিক সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

বাগুলাট ইউনিয়ন বিএনপি সভাপতি মোঃ গোলাম সরোয়ার বিশ্বাস এর সভাপতিত্বে দ্বি-বার্ষিক সম্মেলন ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমী।

বাগুলাট ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমারখালী উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক আবুল কালাম আজাদ, সদস্য সচিব এ্যাডঃ শাতিল মাহমুদ,যুগ্ন আহবায়ক ওহিদুল ইসলাম সাবু, অধ্যাপক নূরুল ইসলাম আসাদ ও আমিরুল ইসলাম।

এ ছাড়াও অন্যান্যদের মধ্যে কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক ও কুমারখালী উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক আব্দুর রাজ্জাক বাচ্চু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মঈদ বাবুল, খন্দকার সামছুজ্জাহিদ,যুব বিষয়ক সম্পাদক মেজবাহর রহমান পিন্টু, কুষ্টিয়া জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মোকাররম হোসেন মোকা,কুমারখালী পৌর বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক আল কামাল মোস্তফা, কুমারখালী থানা মৎস্য জীবী দলের সভাপতি ঝন্টু বিশ্বাস, সাধারণ সম্পাদক জামাল উদ্দিন মেম্বার, কুমারখালী থানা তাঁতিদলের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান,জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রোকনুজ্জামান রাসেল, কুমারখালী উপজেলা বিএনপির সদস্য অধ্যাপক আকমল হোসেন, ফেরদৌস খোন্দকার পরাগ, কামরুল ইসলাম খান, ডাঃ শরিফুল ইসলাম শরিফ, পৌর বিএনপির যুগ্ন আহবায়ক রফিকুল ইসলাম, পৌর তাঁতিদলের সাধারণ সম্পাদক রাশেদ মল্লিক, সাংগঠনিক সম্পাদক আল রায়হান ফেরদৌস, জগন্নাথপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক শহিদুল ইসলাম, সদকী ইউনিয়ন যুবদলের সভাপতি হুমায়ূন কবির মিতুল, শহর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক সাগীর কোরাইশি সহ প্রমুখ উপস্থিত ছিলেন।

সম্মেলন শেষে ওয়ার্ড বিএনপির নেত্রীবৃন্দের ভোটে মোঃ গোলাম সরোয়ার বিশ্বাস-কে সভাপতি ও মোহাম্মদ আলী-কে সাধারন সম্পাদক এবং শাহিনুর রহমান-কে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ৭১ সদস্য বিশিষ্ট বাগুলাট ইউনিয়ন বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর