রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৫:০০ পূর্বাহ্ন

কুমারখালীতে মাইক্রোবাসসহ ফেনসিডিল উদ্ধার, আটক ২

নিজস্ব প্রতিবেদক / ৯১ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: বুধবার, ২০ এপ্রিল, ২০২২, ৬:০৮ অপরাহ্ন

 

কুষ্টিয়ার কুমারখালীতে মাইক্রোবাস সহ ফেনসিডিল উদ্ধার করেছে থানা পুলিশ। মঙ্গলবার  রাত ১০ টার দিকে চড়াইকোল রেলগেট এলাকা থেকে ফেনসিডিলসহ দুজনকে আটক করা হয়।

আটকরা হলেন কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার দনুসারা গ্রামের বেলাল হোসেনের ছেলে রাসেল মিয়া (২৮) ও কুমারখালীর শিবরামপুর গ্রামের ইসলামের ছেলে উজ্জ্বল (৩৫)।

জানা যায়, গোপন সংবাদের ভিডিত্তে কুমারখালী থানার সাব ইন্সপেক্টর কামাল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে চড়াইকোল রেলগেট এলাকা থেকে কুমারখালী অভিমুখী নোহা মাইক্রোবাসে তল্লাশি চালান। এসময় মাইক্রোবাসের মধ্যে থেকে ৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পরবর্তীতে মাইক্রোবাস সহ আটক দুজনকে কুমারখালী থানায় নিয়ে আসা হয়।

এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান তালুকদার জানান, মাইক্রোবাস ও ফেনসিডিল সহ দুজনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর