রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৯:২৮ অপরাহ্ন

খোকসা স্টু‌ডেন্টস অ‌্যা‌সো‌সি‌য়েশন ঢাকার নতুন ক‌মি‌টি‌তে ঢা‌বির জয়জয়কার

কু‌ষ্টিয়ার সময় প্রতি‌বেদক / ১০৬ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: সোমবার, ১১ এপ্রিল, ২০২২, ৫:৪১ অপরাহ্ন

ঢাকায় কু‌ষ্টিয়ার খোকসার শিক্ষার্থী‌দের একমাত্র সংগঠন খোকসা স্টু‌ডেন্টস অ‌্যা‌সো‌শি‌য়েশ‌নের নতুন কার্যনির্বাহী ক‌মি‌টি গঠন করা হ‌য়ে‌ছে। সম্প্রতি গঠন হওয়া এক‌ প্রেস বিজ্ঞ‌প্তি‌তে এ তথ‌্য জানান সদ‌্যবিদায়ী ক‌মি‌টির সভাপ‌তি শেখ মো. ইমরান এবং সাধারণ সম্পাদক আশফাক আহ‌মেদ সোহাগ। ১৫ সদস‌্যবি‌শিষ্ট নয়া ক‌মি‌টির ৭ জনই ঢা‌কা বিশ্ব‌বিদ‌্যাল‌য়ের শিক্ষার্থী।

১৫ সদস‌্যবি‌শিষ্ট নতুন কার্যনির্বাহী ক‌মি‌টির সভাপ‌তি নির্বা‌চিত হ‌য়ে‌ছে ঢাকা বিশ্ব‌বিদ‌্যাল‌য়ের শিক্ষার্থী মো. সুমন শেখ এবং সাধারণ সম্পাদক হ‌য়ে‌ছে একই বিশ্ব‌বিদ‌্যাল‌য়ের শিক্ষার্থী সা‌কিবুর রহমান।

এ ছাড়াও সহসভাপ‌তি নির্বা‌চিত করা হ‌য়ে‌ছে-
আসাদুজ্জামান আসাদ (ঢাবি), সুমন্ত সরকার (শহীদ সোহরাওয়ার্দী সরকারি কলেজ),
স্বর্ণালী ঘোষ (জগন্নাথ বিশ্ববিদ্যালয়) ও সাকিল আহমেদ অন্তর (নিউ মডেল ডিগ্রী কলেজ)।

যুগ্ম সাধারণ সম্পাদক হ‌য়ে‌ছেন শাওনী ভৌমিক পূজা(ঢাবি), সাথী আক্তার যুথি (ঢাবি), কে এম আরমান হোসেন শুভ (জবি), সাংগঠনিক সম্পাদক- তাজিনুর রহমান তাজিন (ঢাবি),
সুমাইয়া ফেরদৌস নিহা (গার্হস্থ অর্থনীতি কলেজ), জুয়েল রানা (ঢাকা কলেজ), খাইরুল ইসলাম (জবি)।

আর দপ্তর সম্পাদক প‌দে সুপ্ত আহমেদ (ঢাবি), প্রচার সম্পাদক প‌দে জাকির হাসান মুন্না (ঢাবি) নির্বা‌চিত হ‌য়ে‌ছে।

নত‌ুন সভাপ‌তি সুমন শেখ এবং সাধারণ সম্পাদক সা‌কিবুর রহমান সা‌কিব ঢাক‌ায় থাকা খোকসার শিক্ষার্থী‌দের কল‌্যাণে কাজ কর‌তে সবার সহ‌যো‌গিতা ও পরামর্শ চে‌য়ে‌ছে। পাশাপা‌শি এই সংগঠন‌টি‌কে আরো গ‌তিশীল কর‌তে একসা‌থে কাজ করার প্রত‌্যয় ক‌রে‌ছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর