শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০১:২৮ অপরাহ্ন

খোকসার স্বাস্থ্যকর্মী জিকুকে নিয়ে ষড়যন্ত্র, প্রকাশিত সংবাদের প্রতিবাদ!

নিজস্ব প্রতিবেদক / ৮০ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: সোমবার, ৪ এপ্রিল, ২০২২, ৩:২০ অপরাহ্ন

গত ২৭ মার্চ নিউজবি নামে নামসর্বস্ব একটি অনলাইন পোর্টাল ও কুষ্টিয়ার আঞ্চলিক পত্রিকা দৈনিক আজকের সূত্রপাতে ‌’জাতীয় হৃদরোগ হাসপাতালের ওয়ার্ডবয় জিকুর দাপটে অসহায় সবাই’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। সেই সংবাদটিকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে একটি মহল করিয়েছে বলে দাবি করেছেন রাজধানীর জাতীয় হৃদরোগ ইনষ্টিটিউট ও হাসপাতালের ওয়ার্ডবয় জিকু খান।

জিকু খান ঢাকার স্বনামধন্য ওই হাসপাতালটিতে দায়িত্ব পালনের সুবাধে কুষ্টিয়ার রোগীদের নানাভাবে সহায়তা করেছেন বলে জানিয়েছে একাধিক সূত্র। কোভিড-১ ওয়ার্ডে দায়িত্ব পালনের কারণে- করোনাকালেও তার দায়িত্বে বেশ সুনাম রয়েছে প্রতিষ্ঠানটিতে। সে হাসপাতালের কোভিড-১ ওয়ার্ডে কর্মরত একজন ওয়ার্ড বয়।

প্রকাশিত ওই নিউজটিতে বলা হয়েছে- জিকু খানের বিরুদ্ধে অভিযোগের কোনো শেষ নেই। সরকারি নিয়মনীতির কোন তোয়াক্কা না করে এবং কর্তৃপক্ষের পূর্বানুমোদন ছাড়াই দিনের পর দিন অনুমোদিত অনুপস্থিত থাকছে কর্মস্থলে। বিগত তিন মাস ধরে চলে আসছে এ প্রক্রিয়া। এর মধ্যে মার্চ মাসের ৬ তারিখ থেকে ২৩ মার্চ অব্দি টানা ১৭ দিন কর্মস্থলে অনুপস্থিত তিনি। ফলে তার সুপারভাইজার/ওয়ার্ড মাস্টার বাহার উদ্দিন হাসপাতালের হাজিরাখাতায় লালকালিতে এ্যাবসেন্ট করে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য কর্তৃপক্ষের নিকট লিখিত অভিযোগ জমা দিয়েছেন।

এই অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেছেন জিকু খান। বলেন, একটি প্রতিষ্ঠানে কিভাবে অফিস না করেও হাজিরা দেয়া সম্ভব! এটা তো সম্ভব নয়। তবে আমি কিছুদিন অসুস্থজনিত কারণে অনুপস্থিত ছিলাম- সেটা প্রতিষ্ঠানে অবহিত করেই। আমার মেডিকেল সার্টিফিকেটসহ সব প্রমাণপত্র আছে।

তিনি জানান, একজন সাংবাদিক স্বপ্রণোদিত হয়ে আমার বিরুদ্ধে সরাসরি হাসপাতালের পরিচালকের কাছে অভিযোগ দিয়ে আসছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করেছে। আমার প্রশ্ন একজন সাংবাদিক কি পারেন তার অভিযোগ দিতে? তার দায়িত্ব তথ্য যাচাই-বাছাই করে সংবাদ প্রকাশ করা। এখানে তার স্বার্থ কী?

ওই সংবাদটিতে আরো বলা হয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবং জাতীয় হৃদরোগ হাসপাতালের পরিচালক বরাবর পাঠানো কুষ্টিয়ার খোকসা উপজেলার আমবাড়িয়া ইউপি চেয়ারম্যান আকমল হোসেনের লিখিত অভিযোগ করেছেন। বিষয়টি সর্ম্পকে জিকু খান বলেন, আমার গ্রামের একটি স্কুলে ম্যানেজিং কমিটির নির্বাচনে আমি প্যানেল দেয়ায় ক্ষিপ্ত হোন সদ্য নির্বাচিত ওই ইউপি চেয়ারম্যান। কারণ তিনিও একটি প্যানেল দিয়েছেন। নির্বাচনে প্যানেল না দেয়ার জন্য বিভিন্ন মাধ্যমে আমাকে বলা হয়। কিন্তু আমি প্যানেল বহাল রাখায় চেয়ারম্যান আমাকে হুমকি দেয় আমার চাকরি খাবে। যার প্রেক্ষিতে বানোয়াট কেচ্ছা-কাহিনী লিখে আমার পরিচালক মহোদয় বরাবর একটি অভিযোগ পাঠিয়েছে।

জিকু খান বলেন, আমি নাকি অনেকের সাথে প্রতারণা করেছি। তবে আমার ভুল হয়েছে ওই চেয়ারম্যানের ভাইকে সুচিকিৎসার ব্যবস্থা করে দেয়া। এটিই মনে হয় আমার প্রতারণা।

তিনি বলেন, আমার নিয়ে আরো অকথ্য ভাষায় সংবাদ প্রকাশিত হয়েছে যা ভাষায়ও প্রকাশ করা যায় না। আমি উক্ত সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমার আইনজীবীর সাথে পরামর্শ করে এ ব্যাপারে আইনি ব্যবস্থা নিব।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর