কুষ্টিয়ার খোকসার বিলজানিতে অটোভ্যান চুরি করতে গিয়ে বিদ্যুতস্পৃষ্ট হয়ে এক চোর মারা গেছে। রবিবার (১৩ মার্চ) রাতে চার্জ দেয়ারত ভ্যান চুরি করতে গিয়ে মারা যায়।
জানা গেছে, উপজেলার বিলজানি ঈদগাহের পাশে মিলন মিয়া তার অটোভ্যানটি চার্জে দেয়। পরে রাত ১১ টার সময় ভ্যানের সাথে এক যুবককে ঝুলে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।
পরে পুলিশ যুবককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
নিহত যুবক উপজেলার বরইচারা গ্রামের ওমেদ আলীর ছেলে আমিনুর রহমান মৃধা (২৮)।