রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৭:৪৬ পূর্বাহ্ন

খোকসার বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

মমিন হোসেন ডালিম / ৯৫ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: সোমবার, ৭ মার্চ, ২০২২, ১১:৪৩ পূর্বাহ্ন

 কুষ্টিয়ার খোকসায় রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন চৌধুরী দাফন সম্পন্ন হয়েছে। সোমবার (৭ মার্চ) বেলা ৩ টা’য় উপজেলার বি-মির্জাপুর কবরস্থানে তাঁকে দাফন করা হয়। এর আগে বি-মির্জাপুর ঈদগাহ মাঠে তাঁর নামাযের জানাজা অনুষ্ঠিত হয়।

মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন চৌধুরীর দাফনের আগে কুষ্টিয়া পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন। এ সময় উপজেলা নির্বাহি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ ইসাহক আলী, খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আশিকুর রহমান, খোকসা উপজেলা সাবেক বীর মুক্তিযোদ্ধা কমান্ড ফজলুল হকসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, রবিবার সন্ধা পৌনে ৭ টায় তাঁর নিজের গ্রামের বাড়ি বি-মির্জাপুরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৬৮) বছর। এই বীর মুক্তিযোদ্ধা দীর্ঘদিন ধরে বাধ্যক্ষজনিত রোগে ভুগছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর