শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৬:১৭ অপরাহ্ন

দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে খোকসায় বিএনপির বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক / ৯৭ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: সোমবার, ৭ মার্চ, ২০২২, ১০:১৮ পূর্বাহ্ন

তেল, গ্যাস, বিদ্যুৎ, পানিসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধি ও লাগামহীন দুর্নীতির প্রতিবাদে খোকসায় বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি। রবিবার (৬ মার্চ) সন্ধ্যায় বিএনপি কার্যালয়ে এ সমাবেশের আয়োজন করে খোকসা উপজেলা ও পৌর বিএনপিসহ অংগসংঠনগুলো।

খোকসা উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ আমজাদ আলীর সভাপতিত্বে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সৈয়দ আমজাদ আলী বলেন, বাংলাদেশ বর্তমানে কঠিন সময় পার করছে। প্রায় দুই বছর করোনায় স্থবির থাকা পরিবেশ পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সাথে সাথে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে দেশের মানুষ দিশেহারা হয়ে উঠেছে।

নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি এতটাই প্রকট আকার ধারণ করেছে যে গ্যাস, পানি, বিদ্যুৎসহ নিত্য প্রয়োজনীয় পণ্য যেমন- চাল, ডাল, তেল, পিঁয়াজ ও চিনিসহ সবকিছুর মূল্য দিনদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে। যার কারণে মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্তসহ স্বল্পআয়ের মানুষগুলো অসহায় জীবনযাপন করছে। সিন্ডিকেটের কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে।

চাল, ডাল, তেল, পেঁয়াজ, চিনিসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন বক্তারা।

এ সময় জয়ন্তীহাজরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, শিমুলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মোমিন, পৌর বিএনপি নেতা ও সাবেক কমিশনার আবুল কালাম, বেতবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার আবদুল আমীন বিশ্বাস, যুবনেতা শামীম, রেজাউল, টিটুসহ সর্বস্তুরের নেতারা উপস্থিত ছিলেন।
যুব নেতা টিটু


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর