শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ১২:৫৫ পূর্বাহ্ন

মোড়ক উন্মোচনেও বন্ধুত্বের জয়গান: দুই বন্ধুর তিন বই!

নিজস্ব প্রতিবেদক / ১০৭ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: শুক্রবার, ৪ মার্চ, ২০২২, ৩:২০ অপরাহ্ন

কলেজ পর্ব শেষ হয়েছে আগেই। বিশ্ববিদ্যালয়ের মজা-মাস্তিও শেষ। এরপর শুরু কর্মব্যস্ততা। সঙ্গে যোগ হয়েছে পারিবারিক দায়-দায়িত্বও। আগের সেই খুনসুটিও হয়ে ওঠে না আর। এসবের ভিড়ে অবসর মেলা ভার। তারপরও একত্রিত হওয়ার তাগিদ অনেক দিনের। অবশেষে এর পূর্ণতা পেয়েছে এই বসন্তের অমর একুশে বইমেলায়। প্রবাসী বন্ধুর বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রাণের টানে ছুটে এসেছিলেন বন্ধুরা। এ যেন ক্ষণিকের প্রাণে প্রাণ মিলেছে সবার!

৩ মার্চ, সোহরাওয়ার্দী উদ্যানের মোড়ক উন্মোচন মঞ্চ প্রস্তুত। যান্ত্রিক জীবনের ইতি ঘটিয়ে বয়স ষাট ছুঁই ছুঁই। তাতে কী প্রবাসী বন্ধু আনোয়ার হোসেনের সায়েন্স ফিকশনের বই এলিয়েনের খোঁজে আর এ কে এম নজরুল ইসলামের ভিনদেশে দিনরাত্রি এবং ভাবনার উম্মেষ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে ছুটে এসেছেন অনেক বন্ধু। আর পুরো আয়োজনে বাস্তবে রূপ দিয়েছেন সদা হাস্যোজ্বল আহসানুল হক নবাব।

২ বন্ধুর তিনটি বইয়ের মোড়ক উন্মোচনও করেছেন আরেক বন্ধু- ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফরহাদ হোসেন। মঞ্চেও বন্ধুদের বাইরে ছিল না কেউ। যাদের সবাই সামাজিক ও প্রাতিষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত।

সব ব্যস্ততাকে অবসর দিয়ে জড়ো হয়েছিলেন সোহরাওয়ার্দী উদ্যানে মোড়ক উন্মোচন মঞ্চে। কেউ কেউ নিয়ে এসেছিলেন প্রাণপ্রিয় সহধর্মীনিকেও।

এ সময় উপস্থিত ছিলেন- কবি ও লেখক মীর ইউসুফ, গ্রুপ ক্যাপ্টেন (অব.) ইদ্রিস আলী, প্রাবন্ধিক ও লেখক বীলু কবীর, প্রাণিসম্পদ অধিদপ্তরের সাবেক পরিচালক (প্রশাসন) মো. নজরুল ইসলাম, গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মিজানুর রহমান।

আনোয়ার হোসেনের এলিয়েনের খোঁজে বইটি প্রকাশ করেছে আদর্শ পাবলিকেশন্স। পাওয়া যাবে বইমেলার ৩৩৩-৩৩৬ নং আদর্শের স্টলে। আর এ কে এম নজরুল ইসলামের ভিনদেশে দিনরাত্রি এবং ভাবনার উম্মেষ বইদুটি প্রকাশ করেছে আদিত্য অনীক প্রকাশন। পাওয়া যাবে ৫৮৭ নম্বর স্টলে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর