অমর একুশে বইমেলায় পাওয়া যাচ্ছে জাতীয় পুরষ্কারপ্রাপ্ত শিক্ষক ও কবি সাজেদা আশরাফের অনবদ্য বই ‘কাব্যে আমপারা’। অমূল্য এই বইটি পাওয়া যাবে বইমেলার সোহরাওয়ার্দী প্রান্তের মৃদুল প্রকাশনার ৩৯০ নং স্টলে।
সাজেদা আশরাফ। এই মহান মহিয়সী শিক্ষক সাধন করেছেন অসাধ্যকে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পরে এবার তিনি পবিত্র আমপারা শরীফকে রূপ দিয়েছেন বাংলাকাব্যে। তবে তাঁর পরিকল্পনা ছিল পুরো কুরআন শরীফের বাংলা অর্থকে কাব্যে রূপ দেয়া। সেটিও তিনি করেছেন- তবে শুধু প্রকাশের অপেক্ষা। যদি প্রকাশ হয় তাহলে তিনিই হবে পবিত্র কুরআন শরীফের বাংলা অর্থকে কাব্যে রূপ দেয়া বাংলা সাহিত্যের প্রথম কবি। ইতিহাসে তাঁর নাম জ্বলজ্বল করবে যুগ থেখে যুগ-যূগান্তর!
কুষ্টিয়ার খোকসার সাজেদা আশরাফ জাতীয় পুরস্কারে ভূষিত (অবসরপ্রাপ্ত) প্রধান শিক্ষক। আপাদমস্তক সহজ-সরল একজন নারী। তবে তিনি আর দশটা নারীর মতো না। তাঁর আদর্শে যেমনে গড়ে তুলেছেন অসংখ্য ছাত্র-ছাত্রীকে। রক্ষণশীল পরিবারে জন্ম নিলেও শুদ্ধ সংস্কৃতি চর্চায় একটা আলাদা নামডাক ছিল পরিবারটির। তারই সুবাধে ছেলেবেলা থেকেই লিখতে ছড়া-কবিতা আর গল্প।
কবি সাজেদা আশরাফ ১৯৫১ সালের ২৮ মে কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার একটি সম্ভ্রান্ত পরিবারে জন্ম নেন। ৬ বোন ও ৩ ভাইয়ের মধ্যে তৃতীয় তিনি। সবাই-ই প্রতিষ্ঠিত। আহাম্মদ আলী মোল্লা ও উম্মে কুলসুম তাঁর পিতা-মাতা। স্বামী শেখ মো. আশরাফ-উল আলম একজন আইনজীবী ও শিক্ষক।
প্রিয় পাঠক, বইটি পাওয়া যাবে বইমেলার মৃদুল প্রকাশনার স্টলে। স্টল নং ৩৯০। বইমেলা ছাড়াও মূল্যবান এই বইটি খোকসার খোকসার বিভিন্ন লাইব্রেরিতেও পাওয়া যাবে। হাদিয়া রাখা হয়েছে ১৩৫ টাকা। কুরিয়ারে পেতে বইটি সংগ্রহের জন্য যোগাযোগ করুন- শামস আল-তামাশ সান, মোবাইল নম্বর: ০১৭২২ ৬৩৬২৯৩।