রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০১:৩৪ অপরাহ্ন

‌খোকসার ক‌বি জিল্ল‌ুর রহমান লাল‌নের কাব‌্যগ্রন্থের মোড়ক উ‌ন্মোচন

নিজস্ব প্রতি‌বেদক / ১৪৪ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী, ২০২২, ৬:১২ অপরাহ্ন

লেখালেখি মানুষ নিজের তাড়নায় করে। কেউ লেখেন সামাজিক দায়বদ্ধতা থেকে, কেউ লেখেন মনের আনন্দে। কু‌ষ্টিয়ার খোকসার ক‌বি জিল্লুর রহমান লালন মনের আনন্দে সরল অভিব্যক্তি প্রকাশের কবি। বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এমন মন্তব্য ক‌রেন বক্তারা।

পেশায় শিক্ষক কিন্তু মননে কবিতা, জিল্লুর রহমান লাল‌নে ‘ওপা‌রের ডাক’ কাব‌্যগ্রন্থের মোড়ক উন্মোচন হয়েছে মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) বাংলা একা‌ডে‌মি আ‌য়ো‌জিত অমর একু‌শে বই‌মেলার মোড়ক উ‌ন্মোচন ম‌ঞ্চে।

বইটি এসেছে মৃদুল প্রকাশন থেকে। প্রকাশনা সংস্থা‌টির প্রকাশক সাংবা‌দিক এম. স‌হিদুল ইসলা‌মের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মোড়ক উ‌ন্মোচন ক‌রেন প্রখ‌্যাত লেখক বীলু ক‌বির।

এছাড়া উপস্থিত ছিলেন- কবি মিয়া আসলাম,
এ‌টিএন নিউ‌জের সি‌নিয়র রি‌পোর্টার মনিরুল ইসলাম মিন্টু, মোহনা টে‌লি‌ভিশ‌নের স্টাফ রি‌পোর্টার মনিরুল ইসলাম মনি, লেখক ফাহমিদা ফারুক, আবৃত্তিশিল্পী মাস‌ুদ রানা মিলন, রিতা কাউসার জাহান প্রমুখ।

এ সময় অ‌তি‌থি‌দের ফুল দি‌য়ে অভ‌্যর্থনা জানান
মৃদুল প্রকাশনার বানী সুলতানা।

মোড়ক উ‌ন্মোচন ক‌রে বক্তারা ব‌লেন, তার লেখার মধ্যে সারল্যতার প্রাধান্যটাই বেশি। সমা‌জের বাস্তব চিত্র উ‌ঠে এ‌সে‌ছে ওপা‌রের ডাক কাব‌্যগ্রন্থ‌টি‌তে।

ক‌বি জিল্লুর রহমান লালন বলেন, আমার বই প্রকাশ করাটা কাকতালীয়। হঠাৎ করেই হয়ে গেছে। এর  পেছনে অ‌নে‌কেরই অবদান র‌য়ে‌ছে। তারা আমার লেখা‌লে‌খি‌তে অনুপ্রাণিত ক‌রে‌ছে। শুরুতে এ কে আজাদকে দেখে। আমার বাস্তব জীব‌নে চো‌খে পড়া ঘটনা দি‌য়ে পা‌র্থিব জগ‌তের বাস্ত‌বিক কিছ‌ু বিষয় ফু‌টি‌য়ে তোলার চেষ্টা ক‌রে‌ছি।

বই‌টি পাওয়া যা‌বে অমর একু‌শে গ্রন্থমেলার সোহরাওয়ার্দী উদ‌্যা‌নের মৃদুল প্রকাশ‌নের ৩৯০ নম্বর স্ট‌লে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর