রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৬:৫৫ পূর্বাহ্ন

খোকসায় প্রাণিসম্পদ প্রদর্শনীর ২০২২ উদ্বোধন

মমিন হোসেন ডালিম / ৯১ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: বুধবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২২, ১২:৩০ অপরাহ্ন

পুষ্টির চাহিদা মেটাতে প্রাণিসম্পদের ভূমিকা অনন্য। সমন্বিত খামার প্রকল্পের আওতায় সরকারের সুযোগ-সুবিধা গ্রহণ করে নিজের পরিবারের ও এলাকার পুষ্টি চাহিদা পূরণ করতে সকলে এগিয়ে আসি। কুষ্টিয়ার খোকসা উপজেলা প্রাণিসম্পদ প্রদর্শনী উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও খোকসা উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আলহাজ্ব সদর উদ্দিন খান এ কথা বলেন।

বুধবার সকালে খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসহাক আলীর সভাপতিত্বে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, মৎস্য অফিসার রাশেদ হাসান, যুব উন্নয়ন কর্মকর্তা বদিউজ্জামান ও মাধ্যমিক সহকারী শিক্ষা অফিসার মুস্তাফিজুর রহমান।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার পলাশ চন্দ্র রায় এর উপস্থাপনায় উদ্বোধনী অনুষ্ঠানে বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন আলহাজ্ব সদর উদ্দিন খান। এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও প্রাণিসম্পদ অফিসের কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন। দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠানের উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে ৫০ টি স্টলে বিভিন্ন খামারিদের গৃহপালিত পশু, পাখি ও প্রাণী উক্ত প্রদর্শনীতে স্থান পায়। প্রাণী সম্পদ উৎপাদন এবং খামারিরা আরও উৎসাহ উদ্দীপনা পাবে সেই উদ্দেশ্য ও লক্ষ্যকে সামনে নিয়ে আজকের প্রাণিসম্পদ প্রদর্শনীর আয়োজন বলে আয়োজক কমিটি জানান।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের পুষ্টি চাহিদা পূরণে প্রাণিসম্পদ অনন্য ভূমিকা পালন করছে। বিশেষ করে দুগ্ধজাত, ডিম ও মাংস পণ্য বিভিন্ন মাধ্যমে আমরা শিশুদের পুষ্টির চাহিদা পূরণ করতে সক্ষম হচ্ছি, যদি আমরা সঠিকভাবে গৃহপালিত প্রাণী গুলোকে লালন পালন করি ও কাজে লাগায় তবে আরো ভাল সুফল পাব।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর