রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৬:৪৬ পূর্বাহ্ন

১নং ইউপি খোকসা ইউপি চেয়ারম্যানের প্রথম কার্যদিবস উপলক্ষে দোয়া অনুষ্ঠিত

মমিন হোসেন ডালিম / ৮৩ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: সোমবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২২, ৪:৩৬ অপরাহ্ন

১৪ই ফেব্রুয়ারী, ১৪ জন বিশিষ্ট জনদের মাঝে সম্বর্ধিত ইউপি চেয়ারম্যান জাতীয় পতাকা সম্বলিত উত্তরীয় প্রদান করে প্রথম কার্যদিবস শুরু করলেন।

খোকসা উপজেলার ১নং ইউপি খোকসা ইউপি নবনির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মালেকের প্রথম কার্যদিবস উপলক্ষে সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৪ই ফেব্রুয়ারি) সকাল ১১ টায় ১নং ইউপি খোকসা ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ে দোয়া মাহফিল ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে নবনির্বাচিত চেয়ারম্যান ইউনিয়নের অবকাঠামো উন্নয়নমূলক কাজে সকলের সহযোগিতা কামনা করা করেন।

এ সময় উপস্থিত ছিলেন নবনির্বাচিত সকল সদস্য বৃন্দ ও উক্ত ইউনিয়ন সচিব আব্দুল কাসেম। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থী আসাদুজ্জামান মুকুল, মোড়াগাছা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাসান আলী, মোড়াগাছা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী হাজী ইসমাইল হোসেনসহ ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উক্ত অনুষ্ঠানে নবনির্বাচিত চেয়ারম্যান সকলের সাথে কাধে কাধ মিলিয়ে ইউনিয়ন এলাকায় উন্নয়নের অংশিদার হয়ে কাজ করতে চান।অনুষ্ঠান শেষে বিশিষ্ট জনদের মাঝে সম্বর্ধিত ইউপি চেয়ারম্যান জাতীয় পতাকা সম্বলিত উত্তরীয় প্রদান করেন।‌ দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা আবু মুসা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর