একে তো করোনা তারউপর শীত! দুই সমস্যায় কষ্টের অন্ত নেই নিন্মপেশাজীবীদের। বৈশ্বিক মহামারী আর শৈত্যপ্রবাহের এসব অসহায় মানুষদের দ্বারে দ্বারে মাস্ক ও গরম কাপড় নিয়ে ছুটছেন যুব রেড ক্রিসেন্টের খোকসার স্বেচ্ছাসেবীরা। শনিবার (১২ ফেব্রুয়ারি) দিনব্যাপী খোকসার তিন ইউনিয়নের বিভিন্ন এলাকায় করোনায় সচেতনতা সৃষ্টিতে মাস্ক বিতরণ ও উষ্ণতার পরশ দিতে কম্বল বিতরণ করে তারা।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সহযোগিতায় কুষ্টিয়ার খোকসার যুব রেড ক্রিসেন্ট ইউনিটের উদ্যোগে জেলার অসহায়, দরিদ্র, বৃদ্ধ, বিধবা, প্রতিবন্ধী শীতার্তদের মাঝে দুই শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। পাশাপাশি অসচেতনভাবে ঘুরে বেড়ানো মানুষকে মাস্ক পরিয়ে দেন তারা। উপজেলার জানিপুর ইউনিয়নের একতারপুর, বিহারিয়া, শোমসপুর ইউনিয়ন ও পৌর এলাকায় এ কর্মসূচী পালন করে যুব রেড ক্রিসেন্ট দল।
স্বেচ্ছাসেবীরা বলেন, যুব রেড ক্রিসেন্ট ইউনিট সবসময় শীতার্ত মানুষের সাহায্যে এগিয়ে এসেছে। এ বছরও তার ব্যতিক্রম নয়। পাশাপাশি করোনা থেকেও রক্ষা পেতে নানা কর্মসূচিতে নেতৃত্ব দিয়েছে যুব রেড ক্রিসেন্ট।
প্রসঙ্গত, করোনাকালীন দুর্যোগে যুব রেড ক্রিসেন্ট কুষ্টিয়া ইউনিটের আওতায় খোকসা উপজেলা দল বিভিন্ন সময়ে কোভিড-১৯ সচেতনতা, গণটিকা কার্যক্রমসহ বিভিন্ন জনকল্যাণমূলক কাজে নেতৃত্ব দিয়ে আসছে। আগামীতে অসহায় মানুষের পাশে থাকার প্রত্যয় জানান তারা।