শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৬:৩১ অপরাহ্ন

বিএমকেসি স্টার অ্যাওয়ার্ডে ভূষিত মিজানুর রহমান বিটু

মো. মোমিন ইসলাম / ১০৫ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: শনিবার, ২২ জানুয়ারী, ২০২২, ৮:২৫ পূর্বাহ্ন

বাংলাদেশ মিডিয়া কল্যাণ কাউন্সিল প্রবর্তিত বিএমকেসি স্টার অ্যাওয়ার্ড পেয়েছেন কুষ্টিয়ার খোকসা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বিটু। সমাজসেবায় ধারাবাহিক অবদানের স্বীকৃতিস্বরুপ এ পুরষ্কার জিতলেন তিনি। এর আগেও তিনি একাধিকবার সমাজসেবায় বিশেষ ভূমিকা রাখায় বিভিন্ন সম্মাননায় ভূষিত হন।

শুক্রবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর পরিবাগের বিশ্বসাহিত্য কেন্দ্রে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানের তাকে অ্যাওয়ার্ড তুলে দেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

এ সময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন মানিকগঞ্জ পৌরসভার মেয়র মো. রমজান আলী, আব্দুর রাজ্জাক শাকিল, বাবুল মিয়াসহ রাজনৈতিক, সামাজিক ও গণমাধ্যমের পরিচিত মুখ।

মিজানুর রহমান বিটু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী সরকারের ভিশন বাস্তবায়নে কাজ করছি। সমাজের অসহায় মানুষের পাশে আছি সবসময়। আমি সবসময়ই চেষ্টা করি মানুষের জন্যে কিছু করতে। সরকারের সকল কার্যক্রম বাস্তবায়ন ও সমাজসেবা করায় বিভিন্ন সংস্থা থেকে এর আগে সম্মান পেয়েছি। আমি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

মিজানুর রহমান পেশায় একজন ব্যবসায়ী। মিজান এন্টারপ্রাইজ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করেন তিনি। পাশাপাশি অভিজাত রেস্টুরেন্ট ও ডেভলপমেন্ট কোম্পানিও পরিচালনা করে যাচ্ছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর