মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০১:৪৪ পূর্বাহ্ন

বীর মুক্তিযোদ্ধাদের জন্য ‘বীর নিবাসের  উদ্বোধন করলেন জর্জ (এমপি)

মোমিন ইসলাম, কুষ্টিয়া / ১২৫ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: বুধবার, ১২ জানুয়ারী, ২০২২, ৮:২৫ পূর্বাহ্ন

কুমারখালীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য সরকারিভাবে আবাসন নির্মাণ প্রকল্পের আওতায় ‘বীর নিবাস’ নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন ৭৮ কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ।

বুধবার (১২ জানুয়ারি) সকাল ১০ টায় জগন্নাথপুর ইউনিয়নের দয়ারামপুর গ্রামের এই ঘর গুলো উদ্বোধন করা হয়।

পাকা ঘর নির্মাণ কাজ শুরু হওয়ায় বীর মুক্তিযোদ্ধারা বঙ্গবন্ধুকন্যাকে ধন্যবাদ জানান।

ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ এমপি জানান, ২০২০-২০২১ অর্থ বছরে অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য ‘বীর নিবাস’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার। আবাসন নির্মাণ প্রকল্পের আওতায় উপজেলায় সরকারিভাবে ১ কোটি ৪৭ লাখ ৩৮ হাজার ৪ শ’ টাকা ব্যয়ে এ উপজেলায় ১১ জন অসচ্ছল বীর মুক্তিযোদ্ধার জন্য বীর নিবাস নির্মাণ করা হবে।

এই সময় উপস্থিত ছিলেন নির্বাহী অফিসার (ইউএনও) বিতান কুমার মন্ডল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল ইসলাম, সদকী ইউনিয়নের চেয়ারম্যান মিনহাজুল আবেদিন দীপ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর