বুধবার, ০১ জানুয়ারী ২০২৫, ১০:০১ অপরাহ্ন

কুষ্টিয়ায় করোনা শনাক্তে রেকর্ড!

কুষ্টিয়ার সময় ডেস্ক / ১৫৬ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: মঙ্গলবার, ১১ জানুয়ারী, ২০২২, ১২:০৪ অপরাহ্ন

কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় ১৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে, যা গত দুই মাসের মধ্যে এক দিনে সর্বোচ্চ রেকর্ড। নমুনা অনুপাতে শনাক্তের হার ১০ দশমিক ৮২। আর আক্রান্তদের ৮০ শতাংশই কুষ্টিয়া পৌর শহরের বাসিন্দা।

কুষ্টিয়ার সিভিল সার্জন এইচ এম আনোয়ারুল ইসলাম বলেন, ১৫৭ জনের নমুনা পরীক্ষা করে ১৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এসব রোগীর কাছে ফোন করে তথ্য সংগ্রহের কাজ চলছে।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গত শনি ও রোববার জেলায় মাত্র দুজন করোনা রোগী শনাক্ত হয়েছিলেন। এর আগে গত শুক্রবার আট, বৃহস্পতিবার সাত, বুধবার চার, মঙ্গলবার দুজন রোগী শনাক্ত হন। গত দুই মাসের মধ্যে কখনোই আটজনের ওপর করোনা রোগী শনাক্ত হননি।

নতুন করে করোনা পরিস্থিতি মোকাবিলায় জেলার ছয়টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে করোনা রোগীর চিকিৎসা দেওয়ার জন্য ১০টি করে শয্যা প্রস্তুত রাখতে বলা হয়েছে।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্য, ইতিমধ্যে জেলার প্রায় ৬৫ ভাগ মানুষ করোনার প্রথম ডোজের টিকা নিয়েছেন। দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪৩ শতাংশ। আর জেলা শিক্ষা কর্মকর্তার দেওয়া তথ্য অনুযায়ী, টিকা নিয়েছেন ৯০ ভাগের বেশি শিক্ষার্থী।

সূত্র: প্রথম আলো


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর