বুধবার, ০১ জানুয়ারী ২০২৫, ১১:১১ অপরাহ্ন

১৫ জানুয়ারি কুষ্টিয়া সমিতির বনভোজন, মানতে হবে স্বাস্থ্যবিধি

নিজস্ব প্রতিবেদক / ১২৯ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: বৃহস্পতিবার, ৬ জানুয়ারী, ২০২২, ৭:০৬ অপরাহ্ন

ঢাকাস্থ কুষ্টিয়ার মানুষের প্রাণের সংগঠন কুষ্টিয়া জেলা সমিতির বার্ষিক বনভোজন শনিবার (১৫ জানুয়ারি) অনুষ্ঠিত হবে। এবারের আয়োজনের প্রত্যাশা- বর্ণিল আলোচ্ছটার শুদ্ধ রঙিন জীবন।

কুষ্টিয়া জেলা সমিতির এবারের আয়োজনের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন সংগঠনের সাংগঠনিক সচিব মো. রেজওয়ানুল ইসলাম রিজু। তিনি বলেন, সমিতির এবারের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হবে ঢাকার সাভারের বিকেএসপিতে। ইতোমধ্যেই বনভোজন আয়োজনের প্রস্তুতি দ্রুত এগিয়ে যাচ্ছে।

তবে করোনা অতিমারিতে এবারের আয়োজনে সাবধানতা অবলম্বন করছে সংগঠনটি। পিকনিকে অংশ নিতে মানতে হবে বেশকিছু শর্ত। মো. রেজওয়ানুল ইসলাম রিজু বলেন, বনভোজনে অংশগ্রহণের জন্য কুপনটি বাধ্যতামূলক সঙ্গে রাখার পাশাপাশি স্বাস্থবিধি মেনে মাস্ক পরে বনভোজনে অংশগ্রহণ করতে হবে। ব্যক্তিগত গাড়ির ড্রাইভারদের জন্যও কুপন নিতে হবে। যথাসময়ে গাড়ি ছাড়া হবে। কেউ গাড়ী মিস করলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

রিজু আরো বলেন, পিকনিকে অংশ নিতে হলে আগামী ১২ জানুয়ারির মধ্যে কূপন সংগ্রহ করতে হবে। কূপনের বিনিময় মূল্য রাখা হয়েছে এক হাজার ২০০ টাকা।

ঋতুচক্রের আবর্তে হেমন্তের সোনালি ডানায় ভর করে হিমেল হাওয়া সাথে নিয়ে উদাসী কুয়াশার রহস্যময় চাদর জড়িয়ে প্রাপ্তির আনন্দে উচ্ছ্বল হলুদ পাতার ঝরা খামে চিঠি আসে শীতের। সেই শীতহিমেই এমন সুন্দর করে সদস্যদের জন্য পিকনিকে অংশ নিতে শুভবার্তা দেয়া হয়েছে সংগঠনের তরফ থেকে।

ওই বার্তায় আরো বলা হয়, শীত মানেই হিমহিম কনকনে ঠান্ডার অনুভূতি কিংবা কুয়াশামাখা সবুজ প্রান্তরে পরিবার-পরিজনসহ বনভোজনে অংশ নেয়া। বনভোজন আপনি/আপনার পরিবার কিংবা প্রিয় মানুষদের শৈশবের রোমাঞ্চকর মুহুর্তগুলো ফিরিয়ে দিতে পারে। কুষ্টিয়া জেলা সমিতি ঢাকার সদস্যদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা এবং একে অপরের সঙ্গে আনন্দ ভাগাভাগি করার মানসে আগামী ১৫ জানুয়ারি ২০২২, ১ মাঘ ১৪২৮, শনিবার বিকেএসপি’ সাভার, ঢাকায় কুষ্টিয়া জেলা সমিতি ঢাকা আয়োজন করেছে হৃদয়কে উদ্বেলিত করা এক বর্ণাঢা বার্ষিক বনভোজন।

পুরানো দিনের সুখে কষ্ট ঝেড়ে ফেলে আপনাদের সকলের পদচারণা অংশগ্রহণে বর্ণিল আলোচ্ছটায় রঙিন ও মুখরিত হোক বার্ষিক বনভোজন-২০২২।

এমন শুদ্ধসুন্দর শুভেচ্ছা জানিয়েছেন কুষ্টিয়া সমিতির সভাপতি এম এ ছালাম, মহাসচিব মো. রবিউল ইসলাম এবং আয়োজক কমিটির আহ্বায়ক জয়নাল আবেদীন।

আয়োজক কমিটির সদস্য সচিব মো. রেজওয়ানুল ইসলাম রিজু বলেন, কূপনের সংগ্রহের জন্য নিচে উল্লেখিতদের সঙ্গে যোগাযোগ করতে হবে- মো. শফিউদ্দিন জোয়ার্দার (০১৫৫২ ৩৬৮৪০১) মো. ইকবাল মহসীন (০১৯১১ ১১৪৪০৫), আকরামুল হক শাহিন (০১৭১১৪৫৭৩০১), মো. আব্দুল ওয়ারেস, কুষ্টিয়া (০১৭১১ ৪৭৯৯৪৮), মো. মেহেদী হাসান, কুষ্টিয়া (০১৭২০৫১০২১০) এবং কুষ্টিয়া জেলা সমিতির অফিস নির্বাহী মো. এজিব হোসেন (০১৭২৮ ৫৬৫১৭২)।

 


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর