কুষ্টিয়ায় খোকসায় ইউনিয়ন পরিষদের নির্বাচন পরবর্তী বিচ্ছিন্ন হামলা ও সহিংসতায় অন্তত ২৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। গেল রবিবার চতুর্থ ধাপে খোকসা উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনের ফলাফল ঘোষণার পরের ২৪ ঘণ্টায় জয়ী-পরাজিত প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটে। এসব হামলার ঘটনায় আহতদের মধ্যে কমপক্ষে ২৫ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নির্বাচন শেষ হওয়ার কিছু সময় পর আমবাড়িয়া ইউনিয়নের বিজয়ী আওয়ামী লীগের বিদ্রোহী চশমা মার্কা প্রতিকের চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের উপর ভবানীগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে প্রথম হামলার ঘটনা ঘটে।
আমবাড়িয়া ইউনিয়নের বিজয়ী প্রার্থীর কর্মী সাকিল (১৫) নামের আহত এক কিশোরকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে। এ ছাড়া তারিকুল ইসলাম (২৩), বিজয় (১৩), জয়নাল (৪০), জাহাঙ্গীর (৪৫) কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নির্বাচনের দিন সন্ধ্যায় জানিপুর ইউনিয়নের নৌকা প্রতীকের পরাজিত চেয়ারম্যান প্রার্থীর এক এজন্টের উপর হামলার ঘটনা ঘটে। একতারপুর হাটের উপর বিজয়ী চেয়ারম্যান প্রার্থীর লোকেরা এ হামলা চালায় বলে বলে অভিযোগ উঠেছে। এ হামলায় আহত হাসমত মন্ডল (৪২) কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নির্বাচনের পর দিন সোমবার সকালে খোকসা ইউনিয়নের মোড়াগাছা হাটের উপর এক বিজয়ী মেম্বার প্রার্থীর লোকদের হামলায় এক মহিলাসহ ৪ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে রিপন (৩৫), রফিকুল (৪০), মিন্টু (৪৫) মনির হোসেন (১৫), মোকাদ্দেস (৫৫) কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সোমবার বিকালে গোপগ্রাম ইউনিয়নের সাতপাখিয়া গ্রামে এক পরাজিত মেম্বর প্রার্থীর বাড়িতে হামলা চালিয়েছে প্রতিদ্বন্দ্বি বিজয়ী মেম্বারের লোকেরা। এ হামলায় অহত আব্দুল কাদের (৫৫), শহিদুল (৪৮), জাহাঙ্গীর (৪৫), আবুল কাশেম (৬০), নাজমা (৩৫) পলাশ (৪০), আনিসুল (৩৫) কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, রবিবার সন্ধ্যা থেকে সোমবার সন্ধ্যা পর্যন্ত হামলা-পাল্টা হামলা ও ধারালো অস্ত্রের আঘাতে আহত ২৫ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। এদের মধ্যে কমপক্ষে ২০ জনকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ভর্তি রোগীদের অনেকের অবস্থা গুরুতর।
আমবাড়িয়া ইউনিয়নের নব নির্বাচিত চশমা প্রতিকের চেয়ারম্যান আকমল হোসেনের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি। তবে মঙ্গলবার মামলা করার কথা জানিয়েছেন তারই এক সহযোগী।
খোকসা থানার ওসি (তদন্ত) মামুনুর রশিদের সাথে কথা বলে চিশ্চিত হওয়া গেছে, এসব বিচ্ছিন্ন হামলার ঘটনায় কোনো এজাহার থানায় আসেনি।