শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৯:৩৩ অপরাহ্ন

খোকসার ৯ ইউপি নির্বাচনে জয় পেলেন যারা

নিজস্ব প্রতিবেদক / ১২২৮ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: রবিবার, ২৬ ডিসেম্বর, ২০২১, ৪:০১ অপরাহ্ন

কুষ্টিয়ার খোকসা উপজেলার নয়টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে ভোট গণনা শেষে বিজয়ীদের নাম বেসরকারিভাবে ঘোষণা করা হয়েছে। রবিবার (২৬ ডিসেম্বর) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত খোকসা উপজেলার নয়টি ইউনিয়ন পরিষদে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

খোকসা উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে ৩জন এবং আওয়ামী লীগের বিদ্রোহী ৪ প্রার্থী বিজয়ী হয়েছে। বাকি দুটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন।

ইউপি নির্বাচনে নৌকা প্রতীকে খোকসায় বিজয়ীরা হলেন– খোকসা ইউনিয়নে আব্দুল মালেক, শোমসপুর ইউনিয়নে বদর উদ্দিন খান এবং বেতবাড়িয়া ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাবুল আখতার নির্বাচিত হয়েছেন।

এ ছাড়াও বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন– জানিপুর ইউনিয়নে আব্দুল মজিদ, শিমুলিয়া ইউনিয়নে আব্দুল কুদ্দুস, জয়ন্তীহাজরা ইউ‌নিয়‌নে আব্দুস শ‌কিব খান টিপু্ ও আমবা‌ড়িয়া ইউনিয়নে আকমল হোসন বিজয়ী হয়েছেন। দলের নির্দেশনা অমান্য করায় তাদেরকে দল থেকে বহিষ্কার করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।

এ ছাড়া ওসমানপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী ওহিদুল ইসলাম ডাবলু এবং গোপগ্রাম ইউনিয়নে আব্দুল মোতালিব জয়লাভ করেছেন।

বহুল কাঙ্খিত নির্বাচনকে ঘিরে কোনো ধরনের অপ্রীতিকর ধরনের ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন।

 


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর