রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৬:৫৯ অপরাহ্ন

মডেল ইউনিয়ন গড়তে চান খোকসার অধ্যাপক কালাম

মিলন খান / ২৫০ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: শুক্রবার, ২৪ ডিসেম্বর, ২০২১, ৭:১৪ পূর্বাহ্ন

কুষ্টিয়ার খোকসা উপজেলার খোকসা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মোটরসাইকেল প্রতীক নিয়ে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক আবুল কালাম আজাদ।

স্থানীয়রা জানান, জনসেবার কারণে সাধারণ মানুষের কাছে তিনি আস্থাভাজন ব্যক্তি হিসেবে ব্যাপক সুপরিচিতি লাভ করেছেন। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সঙ্গে দীর্ঘ ৪২ বছর রাজনীতিতে তার ব্যাপক অবদান রেখে গেছেন। অবহেলিত ইউনিয়নবাসীর অধিকার আদায়ের লক্ষ্যে তার মোটরসাইকেল মার্কা প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানান সুশিক্ষিত এই প্রার্থী।

জানা গেছে, সাধ্য অনুযায়ী অসহায় দুঃখী মানুষের মাঝে করোনার এই দুর্যোগের শুরু থেকেই সাধারণ মানুষের পাশে থেকে বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করেছেন এবং কর‌ছেন। তিনি নিজেকে মানুষের সেবায় উৎসর্গ করতে চান।

স্থানীয় সাধারণ জনগণ জানান, তিনি তাদের সকল বিপদে আপদে এগিয়ে আসেন। দিন-রাত যখনই যাই আমরা তাকে পাশে পাই, তাই আমরা ইউনিয়নবাসী দল-মত-নির্বিশেষে, আগামী রবিবার (২৬ ডিসেম্বর) খোকসা ইউনিয়ন পরিষদ উন্নয়নের স্বার্থে সৎ, সাহসী, বিশিষ্ট সমাজ সেবক অধ্যাপক আবুল কালাম আজাদকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান তারা।

চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক আবুল কালাম আজাদ বলেন, আমি বাংলাদেশ আওয়ামী লীগের সঙ্গে দীর্ঘ ৪২ বছর রাজনীতি করেছি। আমি এবার নৌকার প্রত্যাশী প্রার্থী ছিলাম কিন্তু আমাকে নৌকা মনোনয়ন দেয়নি। আমি ১৯৯৩ সাল থেকে অধ্যাপনা শুরু করি এবং শোমসপুর আবু তালেব ডিগ্রী কলেজে দীর্ঘ চার বছর অধ্যক্ষের দায়িত্ব পালন করি।

তিনি বলেন, আমি ২০০৩ সালে চেয়ারম্যান পদে বিএনপির প্রার্থীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে সামান্য ভোটে আমার পরাজিত হই। এবার আমার ইউনিয়নে যোগ্যব্যক্তি নৌকা প্রতীক না পাওয়ায় সন্ত্রাস ও খুনিরা চেয়ারম্যান প্রতিদ্বন্দ্বিতা করছে। জনগণের ব্যাপক উৎসাহ উদ্দীপনায় আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোটরসাইকেল প্রতীকে লড়ছি, ইনশাল্লাহ আমি বিপুল ভোটে বিজয়ী হব।

তিনি আরো বলেন, ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইউনিয়ন পরিষদ ভবনসহ জায়গা ১৭ কোটি টাকায় বিক্রি করে খেয়েছে। আমি নির্বাচিত হলে আমার প্রথম কাজ থাকবে একটি নতুন ইউনিয়ন পরিষদ ভবন করা এবং তার নাম পরিবর্তন করা।

এ ছাড়াও সন্ত্রাস-মাদকমুক্ত আধুনিক একটি ইউনিয়ন পরিষদ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন ও ইউনিয়ন বাসীর কাছে তার মোটরসাইকেল মার্কা প্রতীকে একটি করে ভোট চেয়েছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর