কুষ্টিয়ার রাজবাড়ী আঞ্চলিক মহাসড়ক লাহিনী বটতলা এলাকায় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে রিক্সা চালক নিহত,
রিকশাচালক আইলচারা ইউনিয়নের মৃত আহম্মেদ মণ্ডলের ছেলে কাসেম সদ্দার (৫০) নামে একজন নিহত হয়েছে।
বৃহস্পতিবাদ (২৩ ডিসেম্বর) দুপুর ১২ টার দিকে লাহিনী বটতলা এলাকায় এই ঘটনা ঘটে।
এসময়, এলাকার স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে ট্রাক ড্রাইভারকে ও ট্রাকে থাকা মালের মালিককে গণপিটুনিতে আহত করেছেন। তিনি বর্তমানে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।
নিহতদের মরদেহ উদ্ধার করেছে কুষ্টিয়া হাইওয়ে থানা পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরের দিকে চৌড়হাস থেকে ছেড়ে আসা একটি ট্রাক রাইনী বটতলা মোড়ে পৌঁছালে অপর দিকে ব্যাটারি চালিত রিকশা মোড় ঘুরাতে গেলে ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে রিকশাটি দুমড়ে মুসড়ে যায় এবং রিকশাচালক ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মারা যান। স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে ট্রাকটি আটক করে।
এবিষয়ে হাইওয়ে পুলিশ কর্মকর্তা ওয়াহিদুল, বলেন ঘটনাটি তদন্ত করে মোটরযান ও ড্রাইভার এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ওসি ছাব্বিরুল আলম ঘটনার বিষয়ে নিশ্চিত করে এবং ট্রাকের ড্রাইভার ও হেলপারকে আটক করতে না পারলেও ট্রাকটি তাদের হেফাজতে নিয়েছেন বলে তিনি জানান।