রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ১২:৫১ পূর্বাহ্ন

খেলার সাথীদের বাঁচাতে গিয়ে পানিতে ডুবলো চাঁদনী

এনামুল হক ইমন, কুমারখালী / ২০৩ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: বুধবার, ২২ ডিসেম্বর, ২০২১, ৪:৪৭ অপরাহ্ন

 

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের চর জগন্নাথপুর গ্রামে খেলার সাথীদের বাঁচাতে গিয়ে পানিতে ডুবে প্রাণ হারিয়েছে ১০ বছর বয়সী চতুর্থ শ্রেণির ছাত্রী চাঁদনী। বুধবার সন্ধ্যার আগে চর মহেন্দ্রপুর কোলের পানিতে ডুবে সে মারা যায়।

নিহত চাঁদনী (১০) জগন্নাথপুর ইউনিয়নের চর মহেন্দ্রপুর গ্রামের রাসেম খাঁর মেয়ে।

নিহত চাঁদনীর মামা শিপন জানান, প্রতিদিনের মতো চাঁদনী তার খেলার সাথী রনি ও হোসাইনকে নিয়ে চর মহেন্দ্রপুর কোলে নিজেই ছোট ডিঙি নৌকা চালিয়ে ওপারে ঘাস কাটতে গেলে কোলের মাঝামাঝি পৌঁছার পর নৌকা উল্টে যায়। তিনজনের মধ্যে চাঁদনী সাঁতার জানতো যেকারণে সে তার খেলার সাথীদের বাঁচাতে নিজের জীবনের পরোয়া না করে তাদের উদ্ধার করলেও নিজে আর পাড়ে উঠতে পারেনি। চাঁদনী পানিতে ডুবে গেলে তার উদ্ধারকৃত খেলার সাথীরা বাড়িতে এসে খবর দিলে বাড়ির লোকজন গিয়ে পানি থেকে তার নিথর দেহ উদ্ধার করে। এবং কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্দেশ্য রওনা হবার পর মহেন্দ্রপুর বাজার গিয়ে পল্লী চিকিৎসককে দেখালে তিনি পরীক্ষা করে মৃত জানান। পরে চাঁদনীর মরদেহ বাড়িতে নিয়ে গেলে হৃদয় বিদারক দৃশ্যর অবতারণা হয় স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে উঠে।

ঘটনার সত্যতা স্বীকার করে জগন্নাথপুর ইউপি চেয়ারম্যান ফারুক আহমেদ খান জানান, সন্ধ্যার দিকে চর মহেন্দ্রপুর কোল থেকে চাঁদনীর মরদেহ উদ্ধার করেছে তার স্বজনরা। এবং রাতে শিশুটিকে দাফন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর