নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতি মো. হামিদের সঙ্গে সংলাপে সাড়া দেওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ।
মঙ্গলবার (২১ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।
মিথ্যাচার-বিভ্রান্তি বন্ধ করে রাষ্ট্রপতির আহ্বানে সাড়া দিন মন্তব্য করে হানিফ বলেন, আপনাদের (বিএনপি) মতামত সেখানে পেশ করুন। আপনাদের ভালো পরামর্শ থাকলে, সেটা মহামান্য রাষ্ট্রপতি বিবেচনা করতে পারেন।
বর্তমানে নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়াকে গণতান্ত্রিক এবং সবচেয়ে উত্তম পন্থা বলে দাবি করে তিনি বলেন, এটাকে নিয়েও বিএনপি আজ সমালোচনা করছে।
বিএনপি কেন রাষ্ট্র ক্ষমতায় থাকাকালে নির্বাচন কমিশন গঠন করেনি, এ প্রশ্নও তোলেন তিনি।
হানিফ আরও বলেন, ১৯৭৫ সালে জাতির পিতাকে হত্যার পর যারা ক্ষমতায় এসেছিল, তারা এ জাতিকে উল্টো পথে নিয়ে গেছে।
এ সময় বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান লাকী ইনাম, বাংলার মুখের সভাপতি সাইফুল আজম বাশার প্রমুখ উপস্থিত ছিলেন।