কুষ্টিয়ার কুমারখালীতে ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের মাঝে কোভিড টিকা প্রদান উদ্বোধন করা হয়েছে। রোববার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকাদান কার্যক্রম উদ্বোধনের পর কয়া ইউনিয়নের ৮০০ শিক্ষার্থীর মাঝে ফাইজারের টিকা দেয়া হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আকুল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তামান্না তাসনীম। এসময় ডা. শামিমা আক্তার, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রশিদ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
ডা. মো. আকুল উদ্দিন জানান, এই স্কিমে উপজেলার ১২ হাজার ৭ শত শিক্ষার্থীদের মাঝে ফাইজারের টিকা প্রদান করা হবে।