কুষ্টিয়া কুমারখালী উপজেলা প্রশাসনের আয়োজনে ১৮ ডিসেম্বর আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘শতবর্ষে জাতির পিতা সুবর্ণে স্বাধীনতা/ অভিবাসনে আনবো মর্যাদা ও নৈতিকতা।’ প্রতি বছরের ন্যায় এবারও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে আন্তর্জাতিক অভিবাসী দিবস টি উদযাপিত হচ্ছে।
শনিবার সকাল সাড়ে ১০টায় কুমারখালী উপজেলা পরিষদের হল রুমে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নিবার্হী কর্মকর্তা বিতান কুমার মন্ডলের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন ডাঃ আকুল উদ্দিন স্বাস্থ্য কর্মকর্তা , মোহাম্মদ আলী, সমাজসেবা কর্মকর্তা, মমতাজ বেগম সভাপতি মহিলা পরিষদ কুমারখালী।
আন্তর্জাতিক অভিবাসী দিবস প্রতি বছর ১৮ ডিসেম্বর জাতিসংঘের সকল সদস্যভুক্ত দেশে পালিত হয়ে আসছে।
জাতিসংঘের সাধারণ পরিষদ ৪ ডিসেম্বর, ২০০০ সালে দিনটি বিশ্বব্যাপী উদযাপনের সিদ্ধান্ত নেয়। মূলতঃ বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে-ছিটিয়ে থাকা ব্যাপক হারে অভিবাসন ও বিপুলসংখ্যক অভিবাসীদের স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়াদি ঘিরেই এ দিবসের উৎপত্তি।
১৯৯০ সালের ১৮ ডিসেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদ অভিবাসী শ্রমিকদের স্বার্থ রক্ষায় পর্যাপ্ত নিরাপত্তা এবং তাদের পরিবারের ন্যায্য অধিকার রক্ষায় আন্তর্জাতিক চুক্তি ৪৫/১৫৮ প্রস্তাব আকারে গ্রহণ করে