সকালে মহান বিজয় দিবস উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালীতে গন অধিকার পরিষদ ও অঙ্গ সংগঠনের আয়োজনে এক আনন্দ র্যালী বের করা হয়। র্যালীটি কুমারখালী সরকারী বিশ্ব বিদ্যালয় কলেজ থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষীণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়।
র্যালী শেষে উপজেলা চত্বরে শহীদ ব্যাদিতে (গণকবর) ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন যুব অধিকার নেতা-কর্মীরা।শ্রদ্ধা নিবেদন শেষে গণকবরের পাশে এক মিনিট নীরাবতা পালন করা হয়,পরে সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
আনন্দ র্যালীতে শত শত গন অধিকার পরিষদ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা যোগ দেয়। এসময় নেতাকর্মীদের হাতে “জনতার অধিকার, আমাদের অঙ্গিকার” দলের এই স্লোগান লিখিত ব্যানার ফ্যাস্টুন দেখা যায়। এসময় র্যালীতে নেতাকর্মীদের “কুমারখালীর মাটি,ভিপি নুরের ঘাঁটি “কুমারখালীর মাটি,তিয়াসের ঘাঁটি “স্লোগানে মুখরিত হয়ে ওঠে।
কুমারখালী উপজেলা যুব অধিকার পরিষদের আহবায়ক সাধক হারুনের পরিচালনায় কুষ্টিয়া জেলা যুব অধিকার পরিষদের আহবায়ক সাজেদুর রহমানের সভাপতিত্বে আনন্দ র্যালী ও শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় যুব অধিকার পরিষদের সাবেক যুগ্ন আহবায়ক শাকিল আহমেদ তিয়াস।
বিশেষ অতিথি ছিলেন শ্রমিক অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক স্বপন আহমেদ,সহসভাপতি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ
আহসান হাবীব সবুজ,কুষ্টিয়া জেলা যুব অধিকার পরিষদের সদস্য সচিব মতিউর রহমান, যুগ্ম আহ্বায়ক আলমাস হাসান,জিলহজ খান,মিনহাজুল হক পাপ্পু
কুষ্টিয়া জেলা শ্রমিক অধিকার পরিষদ মোহাম্মদ মিলন মালিথা, কুষ্টিয়া জেলা শ্রমিক অধিকার পরিষদের আহমেদ রেজন, চুয়াডাঙ্গা জেলা যুবদল পরিষদ সদস্য সচিব ছারোয়ার উদ্দিন, চুয়াডাঙ্গা জেলা শ্রমিক অধিকার পরিষদের সদস্য সচিব মোহাম্মদ রফিকুল ইসলাম,কুমারখালী থানা যুব অধিকার পরিষদের সদস্য সচিব সোহেল তাজসহ ছাএ নেতা- তানভীর, তৌকির, বিল্পপ, রাফিদ, সজীব, ইমরান, মুন্না প্রমুখ।
আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে আজকের এই আনন্দ র্যালীর মধ্য দিয়ে ডঃ রেজা কিবরিয়া ও ভিপি নুরের সংগঠন বাংলাদেশ গন অধিকার পরিষদ কুমারখালীতেও জানান দিলো তাদের শক্ত অবস্থান।