কুষ্টিয়ার কুমারখালীতে যথাযথ মর্যাদায় ও নানা আয়োজনে পালিত হয়েছে মহান বিজয় দিবস। দিবসটি উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ও উপজেলা গণকবরে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এসময় শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। পরবর্তিতে গণকবরে সরকারি দলের পাশাপাশি বিএনপি ও থানা যুব অধিকার পরিষদের নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন। পুষ্পস্তবক অর্পণ শেষে কুমারখালী এমএন হাই স্কুল মাঠে কুচকাওয়াজ ও শারীরিক কসরতের আয়োজন করা হয়।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মান্নান খান। এছাড়া আরো উপস্থিত ছিলেন পৌরমেয়র সামছুজ্জামান অরুন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তামান্না তাসনীম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আকুল উদ্দিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আলী, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান তালুকদার প্রমুখ।