রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৫:৪২ অপরাহ্ন

খোকসায় বিএন‌পি নেতার বা‌ড়ি‌তে আগুন নেভা‌তে গি‌য়ে দগ্ধ আ.লীগ নেতা

নিজস্ব প্রতিবেদক / ৬০৮ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: সোমবার, ১৩ ডিসেম্বর, ২০২১, ৫:৩০ অপরাহ্ন

বিএনপি নেতার বাড়িতে আগুন ধরলে আওয়ামী লীগ নেতা ইউপি চেয়ারম্যান প্রার্থী আগুন নেভাতে ছুটে যান এ সময় তিনি অগ্নিদগ্ধ হন।

কুষ্টিয়ার খোকসা উপজেলার গোপগ্রামে সোমবার সকালে অগ্নি কান্ডের ঘটনা ঘটে। আর এই আগুন নেভাতে গিয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান ফারুকের মুখ ঝলসে গেছে।

স্থানীয়রা জানান, সোমবার সকালে গোপগ্রাম ইউনিয়নেরবিএনপি নেতা শফিকুল ইসলাম শফির বাড়ির বৈঠক খানায় বৈদ্যতিক সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। স্থানীয় লোকজনের সাথে ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফারুক আগুন নেভাতে চেষ্টা করে। এক পর্যায়ে বাতাসে আগুনের ঝাপটা লাগে আওয়ামী লীগ নেতা ফারুকে মুখে। পরে খোকসা ফায়ার ষ্টেশনের একটি ইউনিট চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। আগুনে ঝলসে যাওয়া আওয়ামী লীগে নেতা ফারুককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় অগ্নিদগ্ধ আওয়ামী লীগে নেতা ফারেকের সাথে কথা বললে তিনি জানান, মানবিক কারনেই ছুটে গিয়েছি বিপদে সবাই সবার পাশে থাকবে এটাই সম্প্রীতি।

খোকসা ফায়ার ব্রিগেডের ভারপ্রাপ্ত ষ্টেশন অফিসার নজরুল ইসলাম জানান বিদ্যুতের সর্ট সার্কিট থেকে আগ্নিকান্ডের সৃষ্টি হয়েছিল।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর