শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৯:৫০ অপরাহ্ন

খোকসায় ডাচ বাংলার এজেন্টের উপর দুর্বৃত্তের হামলা 

নিজস্ব প্রতিবেদক / ৪২৫ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: সোমবার, ১৩ ডিসেম্বর, ২০২১, ৭:০০ পূর্বাহ্ন

কুষ্টিয়ার খোকসায় উপজেলায় বাড়ি ফেরার পথে বিকাশ ও ডাচ বাংলা ব্যাংকের এজেন্টের উপর সন্ত্রাসীরা হামলা চালিয়ে প্রায় দেড় লক্ষাধিক টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। 

জানা যাই, রবিবার দিনগত রাতে উপজেলার বেতবাড়িয়া ইউনিয়নের বনগ্রাম বাজারের বিকাশ ও ডাচ বাংলা ব্যাংকের স্থানীয় এজেন্ট আরিফুল ইসলাম (৩৫) দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। এসময় ৬/৭ জন সন্ত্রাসী তার পথরোধ করে। সে দাঁড়ানোর সাথে সাথে সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে তার উপর হামলা চালায়। সন্ত্রাসীরা তার (ব্যবসায়ীর) কাছে থাকা প্রায় দেড় লাখ টাকা ছিনিয়ে নিয়ে চলে যায়। স্থানীয়রা আহত ব্যবসায়ীকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে গেলে। আহতের অবস্থা গুরুতর হওয়ায় রাতেই তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

আহত ব্যবসায়ী আরিফুল ইসলাম বনগ্রাম পূর্ব পাড়ার খয়বর হোসেনের ছেলে। সে স্থানীয় বাজারের ব্যবসায়ী।

আহতের ভাই খোকসা জানিপুর সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শহিদুল ইসলাম জানান, রাত সাড়ে ৭টার দিকে আরিফুল বাড়ি ফিরছিল। স্থানীয় সন্ত্রাসীরা পথের মধ্যে তার উপর হামলা করে। প্রায় দেড় লাখের বেশী টাকা ছিনিয়ে নেয়। তিনি মামলার প্রস্তুতি নিচ্ছেন


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর