সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৯:৪৫ অপরাহ্ন

কুমারখালীতে নানা আয়োজনে ডিজিটাল বাংলাদেশ দিবস-২০২১ উদযাপন।

তানভীর লিটন, কুমারখালী / ১৭৫ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: রবিবার, ১২ ডিসেম্বর, ২০২১, ৭:৩৪ পূর্বাহ্ন

 

‘ডিজিটাল বাংলাদেশের অর্জন, উপকৃত সকল জনগণ ‘ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ার কুমারখালীতে ডিজিটাল বাংলাদেশ দিবস ২০২১ উদযাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা, বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও চিত্রাঙ্কন ও উপস্থিত বক্তৃতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগীতায় রোববার সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্ত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে বাসস্ট্যান্ড হয়ে স্টেশন বাজার সংলগ্ন বঙ্গবন্ধু ম্যুরাল চত্ত্বরে শেষ হয়।

পরে বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মাদ আলীর সঞ্চালনায় উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা ও শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিতান কুমার মন্ডলের সভাপতিত্বে এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান খান, থানার পরিদর্শক (তদন্ত) আকিবুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা নাজনীন ফেরদৌস, উপজেলা নাগরিক পরিষদের সভাপতি আকরাম হোসেনসহ প্রমূখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর