শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৯:৪৬ অপরাহ্ন

খোকসায় চেয়ারম্যান প্রার্থীদের সাথে প্রশাসনের মতবিনিময়

তানভীর লিটন, কুমারখালী / ৬৮৩ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: শনিবার, ১১ ডিসেম্বর, ২০২১, ১১:৪০ পূর্বাহ্ন

 

আগামী ২৬ শে ডিসেম্বর দেশে চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কুষ্টিয়ার খোকসায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা রশিদুল আলমের সঞ্চালনায় খোকসা সরকারী কলেজ অডিটোরিয়াম মিলানায়তনে উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়ার জেলা প্রশাসক সাইদুল ইসলাম।

অনুষ্ঠানের শুরুতেই সিনিয়র জেলা নির্বাচন অফিসার আনিছুর রহমান প্রার্থীদের উদ্দেশ্যে বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক ইউনিয়ন পরিষদ নির্বাচন আচরণ বিধিমালা পড়ে শোনান ও বিশ্লেষণ করেন।

মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়ার পুলিশ সুপার খায়রুল আলম,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আর,এম সেলিম শাহ-নেওয়াজ,অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল ইসলাম,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসহাক আলী ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আশিকুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন,জেলার এবারের গত তিনটি ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের মতো অবাধ সুষ্ঠু নিরেপক্ষ নির্বাচন উপহার দিতে চাই,এসময় তিনি প্রার্থীদের উদ্দেশ্যে পরিপূর্ণভাবে নির্বাচনী আচরণ বিধি মেনে চলার আহবান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার খায়রুল আলম বলেন, নির্বাচনকে সামনে রেখে কোন প্রকার সহিংসতা, জালাও পুড়াও কর্মকান্ড সাথে জড়িত ব্যক্তি সে যে দলেরই প্রার্থী বা সমর্থক হউক না কেন তাকে ছাড় দিয়ে কথা বলবে প্রশাসন। এসময় পুলিশ সুপার সবাইকে এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখার আহবান জানান।

এসময় সভায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীরা ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থীদের উপর নানাবিধ নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করার অভিযোগ করেন।

মতবিনিময় সভায় বক্তারা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে অবাধ সুষ্ঠু নিরেপক্ষ করতে প্রশাসন ও সকল প্রার্থীর আন্তরিক সহযোগিতা করার আহবান জানান। এছাড়াও যে সব প্রার্থী নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে বলে হুশিয়ারি দেন জেলা নির্বাচন অফিসার ও জেলা প্রশাসক।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর