রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৪:৫৫ অপরাহ্ন

খোকসায় নৌকার প্রার্থী লাঞ্চিত করলো সাবেক চেয়ারম্যানকে!

নিজস্ব প্রতিবেদক / ১১৯৭ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: শুক্রবার, ১০ ডিসেম্বর, ২০২১, ১:২৫ অপরাহ্ন

কুষ্টিয়ার খোকসা উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতিকে লাঞ্চিত করার অভিযোগ উঠেছে নৌকার প্রার্থীর বিরুদ্ধে।

শুক্রবার সকালে উপজেলা শিমুলিয়া ইউনিয়নের শিমুলিয়া কুঠিপাড়া গ্রামে এই লাঞ্চিত করার ঘটনা ঘটে।

উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আনছার আলী প্রামানিক জানান, শুক্রবার সকালে তিনি পাশের গ্রাম কুঠিপাড়ার একটি মুদি দোকানে সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী আব্দুল মজিদ সেখানে উপস্থিত হন। এক পর্যায়ে নৌকা প্রতিকের প্রার্থী নিজে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আনছার আলীকে মোটর সাইেকেলে তুলে নেবার চেষ্টা করে। এ সময় তিনি যেতে না চাইলে তাকে তাকে শারীরিক ভাবে লাঞ্চিত করে।

শিমুলিয়া ইউনিয়ন আওয়ায়মী লীগের সাধারন সম্পাদক ও বিদ্রোহী প্রার্থী আব্দুল কুদ্দুস বলেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আনছার আলী তার পক্ষে ভোট করছেন। নৌকার প্রার্থী ও তার লোকেরা তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে এবং টানা-হেচড়া করে সহ সভাপতির গায়ের মুজিব কোর্ট ছিড়ে ফেলে। ঘটনাটি দুঃখজনক বলেও তিনি মন্তব্য করেন। এ ঘটনায় তিনি নিজে থানায় জিডি করেছেন বলে জানান। আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী আব্দুল মজিদের বিরুদ্ধে দল ও জনবিচ্ছিন্নতার অভিযোগও করেন তিনি।

নৌকা প্রতিকের প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান আব্দুল মজিদ এর সাথে কথা বলার চেষ্টা করা হয়। কিন্তু তিনি ফোন রিসিভ করেন নি।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আশিকুর রহমান জানান, শিমুলিয়া সাবেক চেয়ারম্যান আনছার আলীর লাঞ্চিতের বিষয়ে একটি জিডি হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর