শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৬:০৫ অপরাহ্ন

কুমারখালীর চাপড়াতে স্বতন্ত্র প্রার্থী প্রচারণায় হামলার অভিযোগ 

নিজস্ব প্রতিবেদক / ২৮১ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১, ৪:৫৫ পূর্বাহ্ন

কুষ্টিয়া কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ এনামুল হক মনজু’ র প্রচারণা সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

বুধবার (৮ ডিসেম্বর ) সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার চাপড়ার সাওতা কারিগরপাড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্রে যানা যাই, ২৬ ডিসেম্বর চাপড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ এনামুল হক মনজু’ র প্রচারণায় রিকশাচালক ফয়েজ সন্ধ্যা ৬ টার দিকে সাওতা কারিগর পাড়া বাজারে পৌঁছালে তাকে ৭/৮ টি মোটরসাইকেল নিয়ে ১৫/২০ জন যুবক তাকে চারপাশ থেকে ঘিরে ধরে এবং বিভিন্ন ভাবে গালাগালি করে।

এ এসময় মোটরসাইকেল থেকে কয়েকজন নেমে চড় থাপ্পড় লাথি মারে।স্থানীয়দের সহযোগিতায় সে কোনরকম ওই স্থান থেকে পালিয়ে যাই ।

এ বিষয়ে রিকশাচালক ফয়েজ বলেন,বুধবার সন্ধ্যা ৬টার দিকে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী এনামুল হক মনজু’র প্রচারণায় সাওতা কারিগর পাড়া বাজার এলাকায় মাইক ও পোস্টার নিয়ে পৌঁছালে আমাকে ৭/৮ টা মোটরসাইকেল নিয়ে আনুমানিক ১৫/২০ জন যুবক চড় থাপ্পড় লাথি মারে। এবং শটগান দিয়ে গুলি করে আমাকে হত্যার হুমকি দেয়।স্থানীয়দের সহযোগিতায় আমি কোন রকম প্রাণে বেঁচে ওই স্থান থেকে পালিয়ে আসি।

তিনি আরও বলেন, তাদের মোটরসাইকেলে নৌকার চেয়ারম্যান প্রার্থী মনির হাসান রিন্টুর ফ্ল্যাগ লাগানো ছিল। কয়েকজন কে আমি চিনতে পারি। তারমধ্যে একজন চাপড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি খায়রুল ইসলাম খোকন,যুবলীগের নেতা-কর্মী।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী এনামুল হক মনজু বলেন,ঘটনাটি শোনার পর আমি কুমারখালী থানার ওসিকে জানিয়েছি ও নির্বাচন কমিশনারকে বিষয়টি অবহিত করি।এই ধরনের অনাকাঙ্ক্ষিত ন্যক্কারজনক ঘটনার আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।আইনের প্রতি আমি শ্রদ্ধাশীল।আমি আশা করি অপ্রীতিকর ঘটনা আর যাতে না হয় প্রশাসন উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবেন।আসলে নৌকার চেয়ারম্যান প্রার্থী নির্বাচনে আগে বুঝে গেছে আমার জয় কোন ভাবে তারা রুদ্ধ করতে পারবে না। এইজন্য এই ধরনের হামলা চালায় প্রতিপক্ষ।

এই ঘটনার পরে আইনশৃংখলাবাহিনী এসে এলাকার উত্তেজিত পরিস্থিতি শান্তশিষ্ট করে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর