আটক ব্যক্তি কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের বাকচি সাতপাঁকিয়া গ্রামের মৃত: আকুব্বারের ছেলে মোঃ লিটন হোসেন(৩৮)।
র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের একটি চৌকষ আভিযানিক দল গত ০৭ নভেম্বর ২০২১ ইং তারিখ রাত ০৯:৫০ ঘটিকার সময় অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ লিটনকে গ্রেফতার করে।উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য ২০ হাজার টাকা।
পরবর্তীতে উদ্ধারকৃত আলামত সহ ধৃত আসামীর বিরুদ্ধে কুষ্টিয়া জেলার কুমারখালী থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামী’কে কুষ্টিয়া জেলার কুমারখালী থানায় সোপর্দ করা হয়।
এবিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান তালুকদার বলেন, মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে গতকাল র্যাব অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ এক যুবককে আটক করে কুমারখালী থানায় সোপর্দ করে।পরে আটক ব্যক্তিকে মাদক আইনে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়।মামলা নাম্বার-৭।