সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৭:০১ পূর্বাহ্ন

মাদকের মামলায় কুষ্টিয়ায় ২ আসামীর কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক / ১৯৬ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১, ১:৫৩ অপরাহ্ন

কুষ্টিয়ায় মাদক মামলায় দুই আসামিকে কারাদণ্ড দিয়েছেন আদালত।  সোমবার (০৬ ডিসেম্বর) দুপুরের দিকে কুষ্টিয়া অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক তাজুল ইসলাম এ রায় দেন। আসামি একরামকে ৫ বছর ও অপর আসামি ইমদাদুলকে তিন বছর কারাদণ্ড প্রদান করা হয়।

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার হোসেনাবাদ গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে একরাম হোসেন (৩৮) এবং একই উপজেলার জয়রামপুর গ্রামের ইয়ার বকসের ছেলে ইমদাদুল (৫০)। রায় ঘোষণার সময় তারা আদালতে উপস্থিত ছিলেন।

আদালতের পিপি অনুপ কুমার নন্দী বলেন, মাদক মামলায় দোষী প্রমাণিত হওয়ায় আসামি একরামকে ৫ বছর ও ইমদাদুলকে তিন বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে একরামকে ৫ হাজার ও ইমদাদুলকে তিন হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাস ও ২ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

জানা যায়, ২০১১ সালের ৩০ ডিসেম্বর রাত ৮টার দিকে দৌলতপুর উপজেলের মানিকদিয়া ও সাদিপুর গ্রামের মাঝামাঝি এলাকায় ডিএসবি ইটভাটার পাশে মাদকবিরোধী অভিযানে তিনটি ফেনসিডিলের বস্তা উদ্ধার করে।

বস্তায় থাকা ৩০০ বোতল ফেনসিডিলসহ আসামি একরামকে গ্রেফতার করে কুষ্টিয়া পুলিশের গোয়েন্দা শাখা। এ সময় ইমদাদুল পালিয়ে যায়। পরে তাকেও গ্রেফতার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দৌলতপুর থানায় মামলা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর