রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৮:১৪ অপরাহ্ন

কুমারখালীর গ্রামপুলিশদের হাতে নতুন সাইকেল!

তানভীর লিটন / ২৯৪ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: রবিবার, ৫ ডিসেম্বর, ২০২১, ১০:৩২ পূর্বাহ্ন

গ্রামপুলিশের কাজকে তরান্বিত ও যুগ উপযোগী করতে কুষ্টিয়ার কুমারখালীর দায়িত্বরত গ্রামপুলিশদের দেয়া হয়েছে নতুন বাইসাইকেল। পাশাপাশি তাদের বাৎসরিক প্রাপ্তি হিসেবে নতুন জামা, প্যান্ট, বেল্ট, জুতাও দেয়া হয়েছে।

রবিবার (৫ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অর্থায়নে এসব সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমারখালীর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিতান কুমার মন্ডল।

তিনি বলেন, গ্রামপুলিশ সবসময় উপজেলা প্রশাসনকে বিভিন্নভাবে সহযোগিতা করে আসছে। তাদের এ কাজকে আরো বেগবান করতে সরকারি অর্থায়নে বাইসাইকেল প্রদান করা হয়েছে। সাইকেল তাদের কাজে খরচ ও সময় দুটোই বাঁচিয়ে সহজ করে তুলবে।

এ দিকে নতুন সাইকেল পেয়ে ব্যাপক খুশি উপজেলার ১১ টি ইউনিয়নের ১১০ গ্রামপুলিশ। যদুবয়রা ইউনিয়ন পরিষদের গ্রামপুলিশ হিরক আলী বলেন, সাইকেল পেয়ে আমি খুব খুশি। এতে আমার কাজে খরচ কমবে।

জগন্নাথপুর ইউনিয়ন পরিষদের নিমাই নামের আরেক গ্রাম পুলিশ বলেন, যাতায়াতের জন্য সরকার আমাদের সাইকেল দিয়েছে। এখন আমরা অল্প সময়ে বেশি কাজ করতে পারব।

বাইসাইকেল ও পোশাক বিতরণ অনুষ্ঠানে উপজেলার ১১ ইউনিয়নের গ্রামপুলিশ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর