শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০২:৫৭ অপরাহ্ন

কুমারখালী‌তে পু‌লিশ আটক কর‌লো পু‌লিশ‌কে!

তানভির লিটন, কুমারখালী / ১৫২৭ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: শুক্রবার, ৩ ডিসেম্বর, ২০২১, ১০:১৩ পূর্বাহ্ন

কুষ্টিয়ার কুমারখালীর পান্টি বাজার থেকে দুই ভুয়া পুলিশকে আটক করেছে কুমারখালী থানা পুলিশ। বৃহস্পতিবার (২ ডিসেম্বর) রাতে পান্টি বাজার থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- মানিকগঞ্জ জেলার সানবান্ধা গ্রামের আব্দুর রবের ছেলে শামীম রহমান (২৭),মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার পারিল গ্রামের নুর ইসলামের ছেলে মো. রুবেল মুতা (২৫)।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতে পান্টি বাজারের প্রধান সড়কের পাশে নজরুলের দোকানের সামনে দুইজন সন্দেহজনক ব্যক্তি নিজেদেরকে পুলিশ পরিচয় দেয়। তাদের কথাবার্তা অসংলগ্ন হওয়ায় পুলিশকে খবর দেয় তারা।

খবর পেয়ে পান্টি পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই সাখায়েতুল ইসলাম নজরুলের দোকানের সামনে থেকে পুলিশ পরিচয়দানকারী শামীম ও রুবেলকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে একটি দেশিয় তৈরি খেলনা পিস্তল ও পিস্তলের কাভার জব্দ করা হয়।

কুমারখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, তারা মিথ্যা পুলিশ পরিচয় দিয়ে চাঁদা আদায়কালে পুলিশ তাদের আটক করে। মিথ্যা পুলিশ পরিচয়ে চাঁদা দাবি করায় পেনাল কোডের ১৭০/৩৮৫ ধারায় কুমারখালী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর ২।

পরে আসামীদের জেল-হাজতে প্রেরণ করা হয় বলে জানান কুমারখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান তালুকদার।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর