রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৭:০৬ অপরাহ্ন

আত্মহত‌্যা কর‌তে চান ডাকমন্ত্রী মোস্তাফা জব্বার, কিন্তু কেনো?

নিজস্ব প্রতিবেদক / ৩৬৪ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: বৃহস্পতিবার, ২ ডিসেম্বর, ২০২১, ১০:১৬ পূর্বাহ্ন

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে এ ক্ষোভ প্রকাশ করেন মন্ত্রী।

মন্ত্রীর দেওয়া এ পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগমাধ্যমে। মাত্র ১ ঘণ্টায় পোস্টটি শেয়ার হয়েছে ৫৮৬টি। এ ছাড়া কমেন্টস করেও মন্ত্রীর এমন ক্ষোভের সঙ্গে সহানুভূতি প্রকাশ করছেন তারা (ভক্তরা)।

যদিও সে পোস্টের কমেন্টস বক্সেই আপডেট জানিয়েছেন মন্ত্রী মোস্তাফা জব্বার নিজেই। লিখেছেন, আপনারা অনেকেই আমার দুর্দশায় সংহতি প্রকাশ করেছেন। ধন্যবাদ। কেউ কেউ হা হা করেছেন-তাহারা “কাহার জন্ম নির্ণয় না জানি”। সুখবর হলো অবশেষে চাপে পড়ে চেকটির কোনো পরিবর্তন ছাড়াই টাকা দেওয়া হয়েছে ও ব্যাংক কর্তৃপক্ষ ভুলের জন্য ক্ষমা চেয়েছে। তারা জানিয়েছে, আর কখনো এমন ভুল বা বাংলা হরফ নিয়ে কোনো বিভ্রান্তি হবে না।

মন্ত্রী আরও জানান, ব‌্যা‌ংকের নিয়‌মে বাংলা বি‌রোধিতার কিছু নেই। এটা ওই শাখার কিছু লো‌কের মান‌সিকতা। কেউ এমন অবস্থায় পড়‌লে অবশ‌্যই প্রতিবাদ কর‌বেন। আমি পাশে আছি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর